প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১, ২০২৫, ১০:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১০, ২০২৩, ২:১০ পূর্বাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশের (এসআই) (এএসআই) কামড়ে পালিয়েছে য়ারেন্টভুক্ত আসামি।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশের (এসআই) (এএসআই) কামড়ে পালিয়েছে য়ারেন্টভুক্ত আসামি।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশের দুই কর্মকর্তাকে কামড়ে পালিয়েছেন আলীম মিয়া (৩২) নামে এক ওয়ারেন্টভুক্ত আসামি। শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যার পর উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়ায় গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন নবীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) বাছির আহমেদ ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশরাফুল আরিফ।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম বলেন, চাঁদাবাজি মামলায় আলীম নামে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করতে যায় পুলিশ। সেখানে তাকে গ্রেফতার করার সময় এক পর্যায়ে পুলিশের এক এসআই ও এএসআইকে কামড়াতে থাকে। সে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে এক পর্যায়ে পালিয়ে যায়। তাকে গ্রেফতারে কাজ করছে পুলিশ।চলমান। আহত দুই পুলিশ কর্মকর্তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.