গাজীপুর মহানগরের চাপুলিয়া এলাকায় ফাওকাল ব্রিজের নিচ থেকে ভাসমান এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৯ আগস্ট) দুপুরে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর। নিহতের পরনের টিয়া রংয়ের জামা ও খয়েরি রংয়ের সেলোয়ার ছিল।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান জানান, গাজীপুর মহানগরের ফাওকাল ব্রিজের নিচে ওই নারীর লাশ ভাসতে দেখে লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে নিহত ওই নারীর পরিচয় জানা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্টের পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ধারণা করা হচ্ছে ২-১ দিন আগে তার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন৷