মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার। সোমবার ১৯ ফেব্রুয়ারি খানসামা উপজেলা থেকে সদ্য মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বাড়িতে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি নিয়ে হাজির ইউএনও। খানসামা উপজেলা থেকে এ বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় মোট ৫জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। জেলা প্রশাসক, দিনাজপুর মহোদয়ের নির্দেশনা মোতাবেক আজ তিনজন শিক্ষার্থীর বাসায় গিয়ে ফুলেল শুভেচ্ছাসহ মিষ্টিমুখ করান খানসামা উপজেলা ইউএনও মোঃ তাজ উদ্দিন। এই বিষয়ে খানসামা উপজেলা ইউএনও মোঃ তাজ উদ্দিন জানান উপজেলার নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীরা তাদের দেখে উৎসাহিত হউক, অনুপ্রাণিত হউক। সম্মানিত অভিভাবকগণ তাদের ছেলে-মেয়েদের উপর আস্থা রাখুক, উচ্চ শিক্ষায় আরো অধিক যত্নবান হউক এই প্রত্যাশা।