দেশের বিভিন্ন এলাকায় ভাড়াটিয়া সেজে বাসায় ঢুকে প্রতারণার মাধ্যমে স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী হাতিয়ে নিতে মো. আলী হাসান সোহেল (৫৫) ও মোছা. সালমা (৫৩)। এ সংক্রান্ত মামলার পরিপ্রেক্ষিতে তাদের গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (৪ জুন) কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান বাহিনীর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম।
তিনি জানান, গত ৩০ এপ্রিল খুলনার বানরগাতী এলাকার একটি বাড়িতে গিয়ে সেটির স্বত্বাধিকারীর স্ত্রীর সঙ্গে প্রতারণা করে স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী লুটে নেন সোহলে ও সালমা। এ বিষয়ে ভুক্তভোগীর স্বামী খুলনার সোনাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এছাড়াও কুমিল্লা, নরসিংদী, চট্টগ্রাম, যশোর, খুলনা ও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভাড়াটিয়া সেজে নারীদের সঙ্গে বন্ধুত্ব তৈরি করে তাদের কাছ থেকে স্বর্ণালংকার, টাকা-পয়সাসহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেওয়ার ঘটনা পরিলক্ষিত হওয়ায় র্যাব জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারী বাড়ায়।
গত ৩ জুন রাতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-১১’র যৌথ আভিযানিক দল নরসিংদীর বাসাইল এলাকায় অভিযান চালিয়ে সোহলে ও সালমাকে গ্রেপ্তার করে। তারা যশোর ও চট্টগ্রামে একই কৌশলে প্রতারণার পরিকল্পনা করেছিল।
কমান্ডার আরাফাত বলেন, গ্রেপ্তার সোহেল চক্রটির মূল হোতা। সালমা তার মামি। তাদের চক্রের সদস্য সংখ্যা সাত থেকে আটজন। গ্রেপ্তাররা সিসি ক্যামেরার ফুটেজ দেখে যেন তাদেরকে চিনতে না পারে সেজন্য বোরকা ও মুখে মাস্ক ব্যবহার করতো। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।