আজ ২০শে এপ্রিল, শনিবার, আসন্ন লোকসভা নির্বাচন, আস্তে আস্তে রাজনৈতিক দলগুলির তাপ প্রবাহও বাড়ছে ,উত্তপ্ত বাংলা, কয়েকদিন বেড়ে চলেছে তা প্রবাহ, তাপ মাত্রা ৪৫ ডিগ্রি, পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে উদ্ধার হল প্রচুর বোমা,
ঘাটাল থানার তল্লাশিতে উদ্ধার হওয়া চল্লিশ কেজি তাজা বোমা নিষ্ক্রিয় করা হলো, ভোটের আগে বেশ কিছুদিন ধরে ঘাটাল লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় নাকা তল্লাশি চালানো হয়,,
তল্লাশিতে 40 কেজি বোমা উদ্ধার করে পুলিশ, হাইকোর্টের নির্দেশে উদ্ধার হওয়া বোমা গুলি শুক্রবার ঘাটালের মেঠেলা সংলগ্ন ঝুমি নদীর তীরে নষ্ট করে দেওয়া হয়। বোম স্কোয়াডের সদস্যরা বেশ কিছুক্ষণ ধরে বোমা গুলি আগুন লাগিয়ে ফাটিয়ে দেয়,
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ঘাটালের এসডিপিও। এবং বোমা ফাটানোর স্থলে দমকলের ইঞ্জিন উপস্থিত রাখা হয় এবং দমকলের কয়েকজন কর্মীরা উপস্থিত ছিলেন, বোমা উদ্ধার কে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে স্বাভাবিকভাবেই এত বোমা কিভাবে আসলো মানুষের মনে একটা আলাদা ভয় উঠে আসছে, , কিভাবে বোমা আসছে, সে বিষয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, এখন দেখার বিষয়, ভোটের আগে পরিবেশ ঠিক কি হবে, কানাঘুষা প্রশ্ন উঠে আসছে।