ভারত,,এস কে এইচ মুভিজ প্রোডাকশন আয়োজিত, অভিনেতা অভিনেত্রী ও কলাকুশলীদের সম্মাননা প্রদান
nagarsangbad24
-
প্রকাশিত: নভেম্বর, ২১, ২০২৪, ১:৫২ পূর্বাহ্ণ
-
২৩ ০৯ বার দেখা হয়েছে
ভারত,,এস কে এইচ মুভিজ প্রোডাকশন আয়োজিত, অভিনেতা অভিনেত্রী ও কলাকুশলীদের সম্মাননা প্রদান
শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো””
২০ শে নভেম্বর বুধবার, ঠিক বিকেল তিনটায়, আনোয়ার শাহ রোডের সংযোগস্থলে, সূর্য সেন মঞ্চে, এস কে এইচ মুভিজ প্রোডাকশন আয়োজিত এবং সুমন কুমার হালদারের উদ্যোগে, আসন্ন নতুন মেগা সিরিয়াল (রাজকন্যার ) শুভ সূচনা এবং অভিনেতা-অভিনেত্রী ও সকল কলাকুশলীদের সম্মান ২০২৪ প্রদান অনুষ্ঠান হয়ে গেল।
মঞ্চে উপস্থিত ছিলেন, সিনেমা ও সিরিয়াল জগতের স্বনামধন্য অভিনেতা ও ভিলেন বিপ্লব চ্যাটার্জী, উপস্থিত ছিলেন এস কে এইচ মুভিজ প্রোডাকশনের প্রডিউসার সুমন কুমার হালদার, ইপি এক্সিকিউটিভ প্রডিউসার প্রিয়া পাল, বিওপি জয় ব্যানার্জি, ডিরেক্টর এবং এডিটর রাহুল দেব চ্যাটার্জী, অ্যাসিস্ট্যান্ট ডি ও পি কিরণ কুমার মন্ডল, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তপন রায় চৌধুরী , পার্টনার দেবজ্যোতি অধিকারী,
সম্পা পরামানিক ,প্রিয়াঙ্কা সহ সকল কলাকুশলী অভিনেতা-অভিনেত্রী এবং শিল্পীরা। অনুষ্ঠান শুভ সূচনা হয় একটি সুন্দর রবীন্দ্র সংগীত আগুনের পরশমণি গানটি গেয়ে, সুমন কুমার হালদারের দ্বিতীয় মেঘা সিরিয়াল (রাজকন্যা) কাজ শুরু হতে চলেছে ২৪ শে নভেম্বর থেকে, খুব শীঘ্রই রূপসী বাংলায় দেখা যাবে, তার আরও একটি সিরিয়াল সারা জাগিয়েছে (ঝরা পাতা) মেগা সিরিয়ালটি, সোনার বাংলা চ্যানেল, নতুন নতুন ছোট ছোট শিল্পীদের উৎসাহিত করেছে,
অভিনেতা অভিনেত্রীদের এই সিরিয়াল এগিয়ে চলার পথ দেখিয়েছে। আর আজ সেই সকল শিল্পীদের হাতে তুলে দিলেন সম্মান ও সার্টিফিকেট প্রোডাকশনের কর্ণধারেরা । এই সম্মান পেয়ে ছোট ছোট শিশু শিল্পী থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রীরা উচ্ছ্বসিত, তাহারা গর্বিত, এবং প্রোডাকশনের কাছে কৃতজ্ঞ। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হলে সুমন বাবু বলেন,
আমি আজ ধন্য, এই সকল শিল্পীদের হাতে সম্মান তুলে দিতে পেরে, যাদেরকে আমি নিজে হাতে তৈরি করে, প্রথম মেগা সিরিয়াল (ঝরাপাতা) কাজ করিয়েছি, এবং সিরিয়ালটি মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল, আজ আমি এই সকল শিল্পীদের নিয়ে এবং আরো কিছু নতুন শিল্পীদের নিয়ে আরো একটি নতুন মেগা সিরিয়াল (রাজকন্যা) তৈরি করতে চলেছি।
আশা রাখি এই সিরিয়ালটাও সকল দর্শকদের ও সিরিয়াল প্রেমীদের মন কাড়বে এবং উৎসাহিত করবে। এই সিরিয়াল ছাড়াও আমরা একটি সিনেমাও বানাতে চলেছি
খুব শীঘ্রই, সবার আশীর্বাদ নিয়ে, সবার ভালবাসা নিয়ে, সকলকে পাশে নিয়ে। এবং মিডিয়া বন্ধুদের ও অশেষ ধন্যবাদ জানাবো , আজকের এই অনুষ্ঠানকে সংবাদ মাধ্যমে তুলে ধরার জন্য।
শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো””
এ বিভাগের আরও খবর...