আজ ২৭শে মার্চ বুধবার, পশ্চিম মেদিনীপুরে জুন মালিয়ার মিছিল ঘিরে ও প্রচারে গোষ্ঠী দ্বন্দ্ব শুরু হয়। সদ্য যোগ দেওয়া প্রাক্তন নির্দল কাউন্সিলরকে গাড়ি থেকে নামানোর শ্লোগান আরেক তৃণমূলের পক্ষের, যার জেরে মিছিলের মধ্যেই এক প্রস্থ তর্ক-বিতর্ক এবং হাতাহাতিতে জড়িয়ে পড়লো তৃণমূল। ঘটনাক্রমে জানা যায় এই দিন মেদিনীপুর শহরে লোকসভার প্রচারে বেরিয়েছিলেন মেদিনীপুরের বিধায়িকা তথা এবারের লোকসভার তৃণমূল প্রার্থী অভিনেত্রী জুন মালিয়া, তিনি ১৪ নম্বর ওয়ার্ড থেকে এই মিছিল শুরু করেন, তার এই বন্যার্ধ মিছিলে তিনি টোটো গাড়িতে করে হাত নাড়তে নাড়তে যাচ্ছিলেন এবং সবার সঙ্গে জনসংযোগ করছিলেন,
এরপর মেদিনীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে কালীমন্দিরে পুজো দেওয়ার পর, তিনি যখন তার টোটো গাড়িতে উঠছিলেন, তখন তিনি ওখানকার সদ্য নির্দল থেকে যোগ দেওয়া তৃণমূল কাউন্সিলর অর্পিতা রায় নায়েক কে গাড়িতে তুলে নেন। অভিনেত্রী জুন মালিয়ার সঙ্গে তার গাড়িতে ছিলেন, কাউন্সিলর সৌরভ বসু ,অর্পিতা রায় নায়েক, মিতালী ব্যানার্জি সহ অনেকে। এই বন্যাঢ্য টোটো গাড়ি র্যালী যাওয়ার সময় হঠাৎ বেশ কিছু তৃণমূল কর্মী চিৎকার চেঁচামেচি শুরু করে দেন, তাদের অভিযোগ ছিল এই সদ্য যোগ দেওয়া প্রাক্তন নির্দল কাউন্সিলর অর্পিতা রায় নায়েককে গাড়ি থেকে নামাতে হবে। সাথে সাথে তারা একটা ব্যানার নিয়ে মিছিলে স্লোগান দিয়ে মিছিলে যোগ দেয়ার চেষ্টা করে, তখন ঐ সেইসব তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে মিছিলে থাকা তৃণমূল কর্মীরা এরপর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান বিষয়টি সামাল দেবার চেষ্টা করেন, তাদের ব্যানারটি মুড়ে ফেলে দেওয়া হয়। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট মিছিলে।।