ভারত,ঠনঠনিয়া রাজবাড়ীতে আয়োজিত, বিখ্যাত চিত্রশিল্পী ও সমালোচক শ্রী যুক্ত দেবব্রত চক্রবর্তীকে সম্বর্ধনা দিলেন
nagarsangbad24
-
প্রকাশিত: আগস্ট, ১৪, ২০২৪, ৩:০১ পূর্বাহ্ণ
-
৬৬ ০৯ বার দেখা হয়েছে
ভারত,ঠনঠনিয়া রাজবাড়ীতে আয়োজিত, বিখ্যাত চিত্রশিল্পী ও সমালোচক শ্রী যুক্ত দেবব্রত চক্রবর্তীকে সম্বর্ধনা দিলেন
”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো””
আজ ১৩ই আগস্ট মঙ্গলবার, ঠিক সন্ধ্যা ছটায়, সল্টলেক সৃজন গ্ৰুপ অফ কনটেম্পোরারী আর্টিস্ট সুব্রত ঘোষ এর উদ্যোগে এবং ঠনঠনিয়া রাজবাড়ীর কর্ণধার রুনু লাহা ও জয়দেব বালার সহযোগিতায়, একটি সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে, বিখ্যাত চিত্রশিল্পী ও সমালোচক শ্রীযুক্ত দেবব্রত চক্রবর্তীকে উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানালেন ও মানপত্র সহ সামান্য উপহার হিসেবে একটি পাঞ্জাবী ও মিষ্টি হাতে তুলে দিলেন।
, সুন্দর একটি সাংস্কৃতিক অনুষ্ঠান, গানে, কবিতায় ও আড্ডার মধ্য দিয়ে। এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্বনামধন্য চিত্রশিল্পীর ছাত্র ছাত্রীরা এবং বহু নামী চিএ শিল্পীরা, যাহারা ওনার হাত ধরে এগিয়ে চলার পথ দেখেছেন , যিনি সবসময় এই সকল ছাত্র-ছাত্রী ও চিএশিল্পীদের পাশে থাকার চেষ্টা করেছেন,
আর সেই সকল চিত্রশিল্পীরা এরকম একটা অনুষ্ঠানে আসতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন, আর এমন একটি জায়গায় সম্বর্ধিত হলেন , সেই বাড়িটির বহু ইতিহাস জড়িয়ে রয়েছে, সেই রকম একটি জায়গায় সৃজন গ্রুপ ও অন্যান্য চিএশিল্পীরা সম্মান জানাতে পেরে চির কৃতজ্ঞ। যাহার ছবি বিভিন্ন পত্রিকায় বারবার বেরিয়েছে, স্টেটসম্যান থেকে শুরু করে আনন্দবাজার, এবং অন্যান্য পত্র পত্রিকাতে, যাহার সমালোচনা বিভিন্ন খবরের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে ,
আজ সেই স্বনামধন্য শিল্পী কে কাছে পেয়ে সবাই আপ্লুত।, এবং তাহার হাতে একটি মানপত্র তুলে দিতে পেরে। শিল্পী কে সম্মান জানিয়েছেন অন্যান্য শিল্পীরা। আজকের অনুষ্ঠানে যে সকল সম্মানীয় চিত্রশিল্পীরা উপস্থিত ছিলেন তাহাদের মধ্যে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী মলয় দাস, শ্যামা দাস, সুব্রত কর, জুনিয়র চিত্রশিল্পী অতনু হাজরা, খুদে পড়ুয়া দেবস্মিতা, রাজীব সুর রায় ,সৃজন ঘোষ, সুবীর হালদার, অঞ্জন ভট্টাচার্য, প্রবীর হালদার, মলয় চন্দ সাহা সহ অন্যান্য গুণী ব্যক্তিরা।
সংক্ষিপ্ত কথার মধ্য দিয়ে, মাননীয় দেবব্রত চক্রবর্তী মহাশয় তার জীবনের বেশ কয়েকটি মূল্যবান ঘটনা তুলে ধরলেন। চিত্রশিল্পী হিসাবে তার অবদান কতটুকু এবং তাকে নিয়ে কি কি ঘটেছিল, এমন কি তাহার চিত্রশিল্প নিয়ে নিজেদের মধ্যে মনোমালিন্য কতটা দেখা দিয়েছিল। কিন্তু পরমুহূর্তে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি ভুলে, আবার এক বন্ধু হিসাবে মেলামেশা করতেন। এবং ওনার বাড়িতে সবার ছিল অবারিত দ্বার, কাউকেই তিনি ঘোরাতেন না,
চেষ্টা করতেন সকলের কথা রাখার। আজও তিনি একইভাবে চলার চেষ্টা করছেন। সৃজন গ্রুপের কর্ণধার সুব্রত ঘোষ বলেন, আমরা চেষ্টা করেছি, একটা শিল্পী হয়ে আরেকটা শিল্পীকে সম্মানিত করার, যাহাতে নতুন প্রজন্ম শিল্পীদের এইভাবে সম্মানিত করতে পারেন, পাশে থাকতে পারেন,
যেন একটা চিএশিল্পী আর একটা চিএশিল্পীকে ভুলে না যায়। তাই আমাদের এই উদ্যোগ।। আর সকলের সহযোগিতা আছে বলেই, আমরা এই ধরনের অনুষ্ঠান করতে পারছি।
”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো””
এ বিভাগের আরও খবর...