আজ ৩রা মে শুক্রবার, আগামীকাল রাতে তমলুক তাম্রলিপ্ত মেডিকেল কলেজে ডাক্তারদের মারধর করায় ,আজ তাম্রলিপ্ত মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ দেখায়, তমলুকে রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সারা রাত তাণ্ডব ভাঙচুর করেন মৃতের আত্মীয়-স্বজনরা। গতকাল রাতে দুর্ঘটনাগ্রস্থ রোগীকে তমলুকের তাম্রলিপ্ত মেডিকেল কলেজে ভর্তি করেন একদল যুবক, তবে সেই যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তমলুকের তাম্রলিপ্ত মেডিকেল কলেজে গভীর রাতে তাণ্ডব চালান একদল দুষ্কৃতী, শুধু তান্ডব নয়, মারধর করা হয়,
কর্মরত ডাক্তারদের, এমনকি ছেলেদের হোস্টেল ব্যাপক তাণ্ডব চালায় দুষ্কৃতীরা, তারই প্রতিবাদে আজ তাম্রলিপ্ত মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। চিকিৎসকদের অভিযোগ , প্রথমে রগীকে ভর্তি করা হয়, ,
ভর্তি করার পর তাকে জোরপূর্বক আত্মীয় পরিজনেরা হাসপাতাল থেকে বের করে নিয়ে চলে যান ,পরক্ষণে ফের অসুস্থ হয়ে পড়েন ওই রোগী, দ্বিতীয়বার হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন , তারপরেই উত্তেজিত মৃতের পরিজনরা চিকিৎসকদের মারধর করে। ইট বাঁশ দিয়ে, তাতে দুজন চিকিৎসক গুরুতর আহত হয়, তাদের মধ্যে একজন আশঙ্কা জনক অবস্থায় তমলুক জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন, ঘটনাস্থলে পুলিশ অফিসারেরা উপস্থিত হন এবং সামাল দেন।, সমস্ত কিছু খতিয়ে দেখছেন।