প্রয়াত ইন্দিরা গান্ধীর ১০৮ তম জন্ম দিবস পালন ও স্মারক বিতরণ ১৯শে নভেম্বর ঠিক সন্ধে ছটায়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, সাংসদ শ্রী সৌগত রায় ও বিধায়িকা শ্রীমতি সায়ন্তিকা ব্যানার্জির সহযোগিতায়। বরানগর জাতীয় উৎসব উদযাপন কমিটির উদ্যোগে,
১১০ নম্বর গোপাল লাল ঠাকুর রোডের , ১৩ নম্বর ওয়ার্ড এর সংযোগস্থলে , ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী রামকৃষ্ণ পাল ও প্রাক্তন কাউন্সিলর মাননীয়া শরমা পালের পরিচালনায়,একটি সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রয়াত ইন্দিরা গান্ধীর একশো আট তম জন্ম দিবস ও তার সাথে সাথে অন্যান্য প্রায় ২০০ জন শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন তাহাদের প্রতিকৃতি মালা দিয়ে। প্রয়াত ইন্দিরা গান্ধীর মূর্তিতে মালা ও পুষ্প দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন ও অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিধায়িকা শ্রীমতি সায়ন্তিকা ব্যানার্জি। এর সাথে সাথে বীর যোদ্ধা নেতাজী সুভাষচন্দ্র বসুর মূর্তিতেও মালা দেন।
এরপর একে একে সাংসদ সৌগত রায়, সহ পৌর সদস্যরা ইন্দিরা গান্ধীর ও ২০০ জন প্রয়াত বীরদের প্রতিকৃতিতে মালা দেন। উপস্থিত সকল বিশিষ্ট অতিথিদের উত্তরীয় ব্যাচ পড়িয়ে এবং হাতে একটি করে সার্টিফিকেট তুলে দেন। উপস্থিত ছিলেন বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি, সাংসদ সৌগত রায় সহ পৌর প্রতিনিধি অঞ্জন পাল, অমর পাল, অমল আওন, সঞ্চিতা দে, ডালিয়া মুখার্জি, জয়ন্ত রায়, বাপি দে,
সহ অন্যান্য কাউন্সিলর গণ সদস্যগণ এবং এলাকার অধিবাসীবৃন্দ। স্কুলের ছোট ছোট ছেলে মেয়েরা উপস্থিত ছিলেন কমিটির শ্রী মুরারী মোহন পাঠক , শ্রী শীতল পাঠক, শচীন্দ্র নাথ পাল, বাপী মজুমদার সহ অন্যান্যরা। শ্রীরামকৃষ্ণ পাল ও শরমা পালের পরিচালনায় একটি সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ ভরিয়ে তুললেন, নাচে গানে কবিতায় ভরিয়ে তুললেন মঞ্চ,
শুধু তাই নয় প্রায় ২০০ জনকে আজকে এই সার্টিফিকেট তুলে দেন, সকলেই জানান এই ধরনের উদ্যোগে সাধুবাদ জানাই, আগে কখনো বরানগর এলাকায় হয়নি, শ্রীরামকৃষ্ণ পাল ও শ্রীমতি শরমা পাল জানান,
আমরা বহুদিন ধরে এটা নিয়ে ভাবনা চিন্তা করেছিলাম, যদি এই ধরনের একটি অনুষ্ঠান করা যায় এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো যায়, সবাইকে এক করা যায়,
নিশ্চয়ই সবাই সহযোগিতার হাত বাড়াবে, সকলের সহযোগিতায়, তাই আজ আমরা এই ধরনের একটি অনুষ্ঠান করতে পেরেছি, এর জন্য সকলের কাছে কৃতজ্ঞ ও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।