বুধবার ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ রাত ৪:৩৯
শিরোনামঃ
Logo চায়ের সঙ্গে একমুঠো শুকনো মুড়ি খেতে পারেন Logo বাংলাদেশ এবং থাইল্যান্ডের মধ্যে সর্বোচ্চ আদালতের সঙ্গে বিচারিক সহযোগিতার জন্য সূচনা Logo গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে দুই বাড়ি থেকে নগদ টাকাসহ ছয় ভরি স্বর্ণালংকার লুট Logo ট্রাকের ধাক্কায় ইজিবাইককে দুমড়ে মুচড়ে মৃত্যু হলো গৃহবধূর Logo কুলাঙ্গার সন্তান মাকে শ্বাসরোধ করে হত্যার পর ডিপ ফ্রিজে তুলে রাখে,ধামাচাপা দিতে ডাকাতির নাটক Logo চাঁদা না পেয়ে গাবতলীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা লুটপাট Logo রাঙ্গুনিয়া শাহ আলম ডিগ্রী কলেজ এডহক কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo হুমকি দেওয়া হলো পশ্চিমবঙ্গের জনপ্রিয় তারকা মিঠুন চক্রবর্তীকে Logo কোন কাজে‘ইনশাআল্লাহ’ বলা সম্পূর্ণ হারাম-দেখে নিন Logo ভাইয়ের মৃত্যুর ৮ ঘণ্টা ব্যবধানে ছোট বোনের মৃত্যু

ভারত,লালবাজার ডাক্তার কুনাল সরকার ও ডাক্তার সুবর্ণ গোস্বামীকে তলব করায়, লালবাজার চলো ডাক।

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২০, ২০২৪, ২:৩৬ পূর্বাহ্ণ
  • ৫৯ ০৯ বার দেখা হয়েছে

       
 
  

 

ভারত,লালবাজার ডাক্তার কুনাল সরকার ও ডাক্তার সুবর্ণ গোস্বামীকে তলব করায়, লালবাজার চলো ডাক।

”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো””

আজ ১৯শে আগস্ট সোমবার, ঠিক দুপুর দুটোয়, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল এর ডাকে, ডক্টর কুনাল সরকার ও ডাক্তার সুবর্ণ গোস্বামী কে লালবাজার তলব করায় , কলকাতা মেডিকেল কলেজ এডমিনিস্ট্রেটিভ এর সামনে থেকে লালবাজার পর্যন্ত প্রতিবাদ মিছিল। বিভিন্ন জেলা থেকে ডাক্তাররা উপস্থিত হয়েছিলেন।

একদিকে যখন সারাদেশে, রাখী বন্ধন উৎসব পালিত হচ্ছে, ঠিক সেই মুহূর্তে মেডিকেল কলেজের দুই ডাক্তারকে লালবাজার তলব করলেন। এই নিয়ে মেডিকেল কলেজ উত্তাল, ‌ সমস্ত সিনিয়র ডাক্তার থেকে শুরু করে জুনিয়র ডাক্তার এমনকি ইঞ্জিনিয়ারের অফিসারগণ এই মিছিলে পা মেলান। তাদের একটাই দাবী ও প্রতিবাদ , যদি লালবাজার কুনাল সরকারকে ও সুবর্ণ গোস্বামী কে জেরা করার পর ছেড়ে না দেয়, তাহলে আমরা জুনিয়র ডাক্তারদের নিয়ে আরো বৃহত্তর আন্দোলন করবো, এই হুঁশিয়ারী বারবার পুলিশ প্রশাসনের লোকেদের জানিয়ে দেন।

এর সাথে একটি কথা বলেন সকল প্রতিবাদী ডক্টরদের আমরা মিছিল করে যাচ্ছি, কোনরকম নিয়ম ভঙ্গ করবো না বা উত্তেজনা বসত কিছু করবোনা, আমরা অপেক্ষা করবো , কারণ তিনটের সময় ওনাদের হাজির হতে হবে, তাই আমরা এক জায়গায় অপেক্ষা করব। দুইটা অভিযুক্ত ডাক্তারদের কাছে শোনা যায় তারা মিডিয়ার সামনে কিছু কথা বলার জন্য আমাদের তলব করা হয়েছে, তবে আমরা অভয়ার জন্য চুপ করে থাকব না, আমরাও উত্তর দিতে জানি।মিছিল যখন অ্যাডমিনিস্ট্রেটিভ এর কাছ থেকে একটু একটু করে এগোই, তখন মেডিকেল কলেজের ভেতরে যে প্রতিবাদী বিক্ষোভ চলছিল অভয়াকে নিয়ে, আজ রাখী বন্ধনের দিন, তাকে স্মরণ করে ও তার তার একটি মূর্তি স্থাপন করে, হাতে রাখী পরিয়ে দিয়েছেন বহু ডক্টর ও প্রতিবাদী ভাই বোনেরা, তার সাথে সাথে তার স্মৃতির সামনে দুই ডাক্তার রাখী পড়ালেন। এবং বললেন আমরা এর শেষ চাই , ন্যায় বিচার চাই। মিছিল মেডিকেল কলেজের ৬ নম্বর গেট দিয়ে যখন বেরিয়ে সেন্ট্রাল ধরে লালবাজারের দিকে এগোই পুলিশ প্রশাসনের অফিসারেরা তিনটি ব্যারিকেট করে দেন।,এবং ব্যারিকেডের সামনে দুই ডাক্তার পৌঁছাতেই তাহাদেরকে লালবাজারে উদ্দেশ্যে নিয়ে যান, এবং সকল ডাক্তার ও যারা এই প্রতিবাদ মিছিলে পায়ে পা মিলিয়েছেন তারা এই ব্যারিকেডের সামনে অপেক্ষা করতে থাকেন, যখন তুই ডাক্তারকে লালবাজারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় তার কিছুটা পরেই দেখা যায়, পুলিশের তরফ থেকে ডাক্তারদের রাখী পড়ানো, এবং উল্টোদিকে ডক্টররাও প্রশাসনের লোকেদের রাখি পরিয়ে দিলেন।শুধু তাই নয় ওই স্থানেই হাতে হাত দিয়ে রাখি বন্ধন পালন করলেন, এবং গানে, কবিতায়, মাতিয় তুললেন প্রতিবাদের ঝড়, সঠিক বিচার চাই, দোষীদের সাজা চাই, অপরাধীদের সামনে আনতে হবে। এইভাবে ই তারা অবস্থান করতে থাকেন। অভয়ার শান্তি কামনা

”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো”

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell