আজ ২৪ শে এপ্রিল বুধবার, সকাল থেকেই ধর্মতলা শহীদ মিনারের সামনে, এই প্রচন্ড গরমে চাকুরী প্রার্থীদের ভিড় চোখে পড়ার মতো, বিভিন্ন জেলা থেকে চাকরি প্রার্থীরা এসে উপস্থিত, হাইকোর্টের রায় শোনার পরেই তারা নড়েচড়ে বসেছেন, সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন ,একদিকে গ্রুপ ডি, গ্রুপ সি, অষ্টম থেকে ইলেভেন পর্যন্ত চাকুরী প্রার্থীরা,
অন্যদিকে সুপ্রিম কোর্টে যাওয়ার একইভাবে প্রস্তুতি নিচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চ। প্রায় কয়েক হাজার চাকুরী প্রার্থী ও সরকারী কর্মীরা আজ শহীদ মিনারে একত্রিত হয়েছেন, দেখা গেল, যে সকল চাকুরী প্রার্থীরা তাদের ডকুমেন্টস এর ভিত্তিতে পরীক্ষা দিয়েছিলেন, সেই সকল ডকুমেন্টস পুনরায় আবার সুপ্রিম কোর্টে ন্যায্য বিচারের আশায়,
এবং সরকারী দপ্তরে পাঠানোর জন্য, চাকুরী প্রার্থীর কাছ থেকে আবেদন সংগ্রহ করছেন, তাহারা জানালেন আমাদের সাথী সরকার যেভাবে অবিচার করেছে আমরা তার সঠিক বিচার চাই। এবং যোগ্য প্রার্থীদের চাকরি চাই। আমরা পরীক্ষায় পাশ করা চাকুরী প্রার্থী, আমরা ঘুষ দিয়ে চাকরী চাই না,
আমরা মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানাবো, বিচারের মধ্য দিয়ে এবং যোগ্য প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে যেন চাকরি হয়। এতগুলো বছর আমাদের নষ্ট হয়েছে, তাই নয় দিনের পর দিন ধরে আমরা দাবি জানিয়ে এসেছি ধরনা দিয়ে এসেছি, ওদেরকে বিভিন্নভাবে প্রলোভন দিয়ে চাকরিগুলিকে বিক্রি করে দেয়া হয়েছে, একটিও যোগ্য প্রার্থীর চাকরি হয়নি, এবং যে সকল দুর্নীতিগ্রস্ত টাকার বিনিময় চাকরী বিক্রি করছে, তাদের উপযুক্ত শাস্তি হোক,
যারা টাকা নিয়ে চাকরী দিয়েছে এবং চাকরী করছে, তাদের চাকরী বাতিল হোক, এবং টাকা ফেরত দেওয়ার ব্যাবস্থা হোক, চোরদের শাস্তি হোক। লক্ষ টাকার বিনিময়ে চাকরি বিক্রি করে, উপযুক্ত চাকরি প্রার্থীদের পথে বসিয়েছে। অন্যদিকে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে ভাস্কর ঘোষ জানান, চাকুরী প্রার্থীরা কি বলেছিল প্যানেল বাতিল করতে হবে
বলে ছিল যারা ঘুষ দিয়ে চাকরী করছে তাদের বাতিল করতে হবে, এবং আমাদের জানা ছিল না সরকারি দপ্তরে কোন কিছুর তথ্য থাকে না, যে সকল সরকারি দপ্তরে রাধিকাররা এই ধরনের মন্তব্য করেছেন তাদেরকে জেলে ভরা উচিত, এসএসসির মাথাতে বসে আছেন, ছাড়াও বলেন ও এম আর পাবলিসিটি করা নাই করার অর্থ হলো, চোর দের রক্ষা করা, ৪৫৪ দিনের মাথায় সংগ্রামী যৌথ মঞ্চ ,উপযুক্ত চাকরী প্রার্থীদের পাশে দাঁড়িয়েছেন, তাদের ন্যায্য দাবী আদায়ের জন্য ,
তাই তারাও আজ সমস্ত রকম ডকুমেন্টস জমা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন ও সরকারি পর্ষদে। এবং আগামীকাল পর্ষদ অভিযান ও এসএস সি অভিযান করবেন বলে জানালেন, আরো বলেন যে অনিশ্চিত সৃষ্টি হয়েছে, কিসের জন্য হয়েছে ও কাদের জন্য, কিসের জন্য চাকরী প্রার্থীরা রাস্তায় পড়ে, কেন সরকার উপযুক্ত চাকুরী প্রার্থীদের চাকরী দিতে পারছেন না, কেন চাকরী গুলি বাতিল করা হলো, কেন এই দাবদাহ গরমে ছুটে আসতে হচ্ছে চাকুরি প্রার্থীদের, তাই আমরা মহামান্য সুপ্রিম কোর্টের কাছে সঠিক বিচার চাই।