প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৮:২০ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২০, ২০২৪, ২:২৬ পূর্বাহ্ণ
ভারতে,দেশ বাঁচাও, গণমঞ্চের উদ্যোগে ধর্মতলা ডরিনা ক্রসিং এ পালিত হলো রাখী বন্ধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
ভারতে,দেশ বাঁচাও, গণমঞ্চের উদ্যোগে ধর্মতলা ডরিনা ক্রসিং এ পালিত হলো রাখী বন্ধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো""
আজ ১৯শে আগস্ট সোমবার, তারা দেশে চলছে রাখী বন্ধন উৎসব, ঠিক একইভাবে দেশ বাঁচাও গণমঞ্চের উদ্যোগে এবং দোলা সেনের পরিচালনায় ধর্মতলা ডড়িনা ক্রসিং এ পালিত হলো সকাল থেকে সারাদিন, রাখী বন্ধন উৎসব ও সংস্কৃতিক অনুষ্ঠান
উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মাননীয়া দোলা সেন, শিল্পী সৈকত মিত্র, অভিনেত্রী সোমা চক্রবর্তী, সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়, আইনজীবী সহ অন্যান্য নেতৃবৃন্দ ও গণমঞ্চের সদস্যবৃন্দ।
রাখী বন্ধন বাংলার ঐক্য , সংহতি ও সম্প্রীতি বজায় রাখে। ভাই বোনেদের মধ্যে মেলবন্ধন ঘটায়, তাই আজ গণমঞ্চের উদ্যোগে, পথ চলতি মানুষের হাতে রাখী পরিয়ে দিলেন ও মিষ্টিমুখ করালেন।
শুধু তাই নয়, আজকের এই রাখী বন্ধন উৎসবে ছিল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও, নাচ গান ও আবৃত্তি নাটকের মধ্য দিয়ে রাখী বন্ধন উৎসবকে আলোকিত করে তোলেন, সংক্ষিপ্ত বক্তৃতার মধ্য দিয়ে অনুষ্ঠানের কর্ণধারেরা বলেন,
এই বন্ধন যেন ভাই-বোনদের মধ্যে অটুট থাকে, শান্তি রক্ষা করে, কোন দ্বন্দ্ব নয় শান্তি চাই। শান্তি আমাদের চলার পথ, শান্তি ফিরিয়ে আনতে পারে সবার মনে খুশি ও হাসি, মঞ্চে ছোট ছোট খুদে শিল্পীরা তাদের নৃত্য,
গান ও নাটক যেভাবে তুলে ধরলেন ও দর্শকদের মুগ্ধ করলেন, আমরা কৃতজ্ঞ।
”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো""
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.