আজ ২০শে এপ্রিল, ঠিক বিকেল সাড়ে চারটায়, গরিয়াহাট ফ্লাইওভারের নিচে, এক অভিনব উদ্যোগ নিল, এই প্রচন্ড গরমে সকল মানুষের উদ্দেশ্যে।, প্রায় এক হাজার শিশু বড়দের হাতে বিভিন্ন রকমের এনার্জী ফুড ড্রিংস তুলে দিলেন, কলকাতা ও শিলিগুড়িতে এই একই উদ্যোগ নিয়েছেন, প্রত্যেক জায়গায় ১০০০ করে, ছোট শিশু বড়দের হাতে এই ফুড ড্রিংসের প্যাকেট তুলে দিয়েছেন,
যাহারা এই উদ্যোগ নিয়েছেন এবং সহযোগিতার হাত বাড়িয়েছে, প্রচন্ড গরমে সবার পাশে দাঁড়িয়েছেন, তাহারা হলেন গড়িয়াহাট ইন্দিরা হকার্স ইউনিয়ন ,গড়িয়াহাট চেস ক্লাব, এবং হকার সংগ্রাম কমিটি, এই অনুষ্ঠানে যিনি সব সময় উৎসাহ দিয়ে থাকেন এবং এই সকল কমিটির পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন,
এলাকার বিধায়ক দেবাশীষ কুমার। এছাড়াও উপস্থিত ছিলেন এবং যাহার উদ্যোগে এই কর্মকাণ্ড, তারা হলেন প্রীতম সরকার, নুপুর রায়, শক্তিমান ঘোষ সহ অন্যান্যরা। প্রায় হাজারেরও উপর ছোট ছোট শিশু ও বড়রা উপস্থিত থাকলেও, উদ্যোক্তারা জানান আমরা শিলিগুড়ি এবং কলকাতায় এক হাজার করে মানুষের জন্য,
এই প্রচন্ড রৌদ্রে কিছুটা এনার্জী যাহাতে ফিরে আসে তাহার জন্য আমরা প্রত্যেককে ছয় সাত রকম এনার্জি ড্রিংক ও চা মসলা ও অন্যান্য সামগ্রী তুলে দিয়েছি। সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে এলাকার বিধায়ক দেবাশীষ কুমার জানান, এইরকম একটি উদ্যোগ গড়িয়াহাট এলাকায় হওয়ায় আমি খুশি, সকল ইউনিয়নদের আমি সাধুবাদ জানাই,
যেভাবে কয়েকদিন গরম বেড়ে চলেছে, মানুষ অষ্টাগত, বাইরে বেরোতে পারছে না, এই গরমে কিছুটা মানুষের মনে এনার্জী ফেরাতে যে এই উদ্যোগ নিয়েছেন তাদেরকে সাধুবাদ জানাই। হয়তো সবাইকে আজ দিতে পারবে না, তবুও তারা চেষ্টা করেছে যতটুকু সম্ভব ছোট ছোট শিশু ও বড়দের পাশে দাঁড়াতে, এবং তাদের হাতে এই ফুল জুস তুলে দিতে, আগামী দিনে নিশ্চয়ই তারা আরো বড় করে মানুষের পাশে দাঁড়াবে। আজ জানা গেল তারা শুধু কলকাতায় নয় শিলিগুড়িতেও এই একইভাবে অনুষ্ঠান করছেন। ইউনিয়নের প্রত্যেক সদস্য উদ্যোক্তাকে অশেষ ধন্যবাদ জানাই, এই ধরনের কিছু জিনিস ছোট ছোট শিশুরা পেয়ে যেমন খুশি, শুধু তারাই নয়, বড়রাও খুশি,