স্বামী-স্ত্রীর তুমুল ঝগড়া। সেই ঝগড়া গড়িয়ে গেল হত্যার হুমকিতে।এমনকি স্বামীকে খুন করতে ৫০ হাজার রুপি পুরস্কার ঘোষণা করে সামাজিক যোগাযোগ প্লাটফর্মে স্ট্যাটাসও দিয়েছেন স্ত্রী।
ভারতের আগ্রার বাহ জেলায় ঘটেছে এই ঘটনা। স্বামী নিকটস্থ থানায় অভিযোগ দেওয়ার পর বিষয়টি আলোচনায় এসেছে। খবর এনডিটিভির।
বাহ থানার ওসি শ্যাম সিং জানান, ওই নারীর বিরুদ্ধে তার স্বামীর অভিযোগটি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
লিখিত অভিযোগে হুমকি পাওয়া স্বামী বলেছেন, মধ্যপ্রদেশের বাসিন্দা সেই নারীর সঙ্গে ২০২২ সালের ৯ জুলাই তার বিয়ে হয়। বিয়ের পর তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হতো।
এই কলহের জেরে বিয়ের পাঁচ মাসের মাথায়ই সে বছরের ডিসেম্বরে ওই নারী তার স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়ি চলে যান। তারপর থেকে তিনি সেখানেই আছেন। কিন্তু বাবার বাড়িতে থেকেই খরপোষ চেয়ে ওই নারী নিকটস্থ থানায় স্বামীর বিরুদ্ধে একটি অভিযোগ দেন।
ওই ব্যক্তির অভিযোগ, এসব নিয়ে সালিশ-দরবারের মধ্যে ২০২৩ সালের ২১ ডিসেম্বর শ্বশুর বাড়ির লোকজন তাকে হত্যার হুমকি দেয়। এমনকি পরে তিনি সামাজিক যোগাযোগ প্লাটফর্ম হোয়াটসঅ্যাপে দেখেন, তাকে হত্যা করতে ৫০ হাজার রুপি পুরস্কার ঘোষণা করেছেন তার স্ত্রী।
লিখিত অভিযোগে তিনি জানান, তার স্ত্রী স্ট্যাটাসে লিখেছেন, ‘যে আমার স্বামীকে খুন করতে পারবে তাকে ৫০ হাজার রুপি পুরস্কার দেওয়া হবে। ’
একটি প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তি অভিযোগ করেছেন, তার স্ত্রী পরকীয়ায় জড়িত। এই পরকীয়া নিয়েই বিয়ের পর থেকে যত কলহ দেখা দিয়েছে।