প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৪:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৭, ২০২৪, ২:০৪ পূর্বাহ্ণ
ভারতে,,২১ হাজার প্রদীপের সাথে দেব দিপাবলী উৎসব ২০২৪।
ভারতে,,২১ হাজার প্রদীপের সাথে দেব দিপাবলী উৎসব ২০২৪।
শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো””
১৬ই নভেম্বর শনিবার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, কুড়ি নম্বর ওয়ার্ডের কলকাতা কর্পোরেশনের ভাইস চেয়ারম্যান ট্রান্সপোর্ট অথরিটি অফ ওয়েস্ট বেঙ্গল, বিজয় উপাধ্যায়ের উদ্যোগে, একুশ হাজার প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে পালিত হল.. দেব দীপাবলী উৎসব, ১৫ই নভেম্বর শুক্রবার ঠিক সন্ধ্যা ছটা থেকে সারারাত।
প্রতিবছরের ন্যায় এ বছরও গঙ্গা রতির মধ্য দিয়ে ও ভূতনাথ বাবার হারাধনায় মেতে উঠলেন কয়েক হাজার ভক্ত, উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী মাননীয়া শশী পাঁজা, বিধায়ক বিবেক গুপ্তা, প্রাক্তন মেয়র শোভন চ্যাটার্জি,
বৈশাখী চ্যাটার্জী, বুবুন ব্যানার্জি, এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকার কাউন্সিলার অভিনেত্রী সহ সদস্যরা। সকল অতিথিদের উত্তরীয় ও মুকুট মাথায় পরিয়ে দিয়ে এবং সাথে মালা পরিয়ে সম্বর্ধনা জানান। প্রতিবছরের ন্যায়, এ বছরও বিজয় উপাধ্যায়ের উদ্যোগে নিমতলা শ্মশান ঘাটে ,
বেনারসের পুরোহিতদের আরতির মধ্য দিয়ে, গঙ্গা মাইয়ার পূজা ও উৎসব পালিত হল সকলের মঙ্গল কামনায়, সকল ভক্তরা গঙ্গার ঘাটে প্রদীপ জ্বেলে গঙ্গা মাইয়ার কাছে প্রার্থনা করে সারিবদ্ধভাবে প্রদীপ ভাসিয়ে দিলেন,
কলকাতা সহ বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার ভক্ত বিকেল থেকে ভিড় করতে থাকে, গঙ্গার ঘাটে, শুভ সূচনা সাথে সাথে তারা গঙ্গা মায়ার কাছে প্রার্থনায় ব্রত হলেন সুখ শান্তি কামনায়, কেউ কেউ আবার তার ব্যবসার মঙ্গল কামনায় এই প্রদীপ গঙ্গায় ভাসালাম।
বীর জমতে থাকে ভূতনাথ মন্দিরেও এবং মন্দিরের সামনেও, সকলে হারিবদ্ধভাবে ভূতনাথ বাবার মন্দির দর্শন করলেন এবং প্রদীপ জেলে আরতি করলেন। উদ্যোক্তা বিজয়ী উপাধ্যায় একটি কথাই বলেন,
সকলের মঙ্গল কামনায়, চৈত্র মাসে এই দ্বীপ দীপাবলীর উৎসব করে থাকি। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা নিয়ে
শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো””
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.