আজ 3রা আগস্ট, বৃহস্পতিবার দুপুর ২:৪৫ মিনিটে, নবান্ন সভাঘর থেকে ভার্চুয়াল উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেডিকা সুপার স্পেশালিস্ট ক্যান্সার হসপিটালের । এই ভার্চুয়াল উদ্বোধনে উপস্থিত ছিলেন নবান্নণ সভাগরে ,মাননীয়া মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মন্ত্রী সুজিত বোস, ডক্টর হরি কৃষ্ণ দ্বিবেদী আইএএস, , শ্রী নারায়ণ স্বরূপ নিগম আইএএস, এনাদের উপস্থিতিতে সরাসরি মুকুন্দপুর এর মেডিকা হসপিটালের মঞ্চের স্কিনে উদ্বোধন হয়। মঞ্চে উপস্থিত ছিলেন মাননীয় কলকাতার মহানগরী ও মন্ত্রী জনাব ফিরাদ হাকিম,
প্রফেসর ডক্টর পঙ্কজ চতুর্বেদী সিইও, সেয়ার্স ইন্ডিয়া হেলথ কেয়ার ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড, । ডক্টর নন্দকুমার জয়রাম চেয়ারম্যান মেডিকা গ্রুপ অফ হসপিটাল, মিস্টার উদয়ন লাহিড়ী ম্যানেজিং ডিরেক্টর মেডিকা হসপিটাল, মিস্টার অয়নাভ দেব গুপ্তা ম্যানেজিং ডিরেক্টর অনকোলজি, মিস্টার ইন্ডিয়া হেলথ কেয়ার ম্যানেজমেন্ট মেডিকা, এছাড়া উপস্থিত ছিলেন আরো কয়েকজন বিশিষ্ট চিকিৎসক যাদের দক্ষতা এবং প্রতিশ্রুতি ক্যান্সার ইউনিট প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দরা। সুন্দর একটি পরিবেশ ও অনুষ্ঠানের মধ্য দিয়ে এই হসপিটালে শুভ সূচনা এবং একে একে অতিথিবৃন্দদের উত্তরীয় পরিয়ে সম্মানিত করেন এবং তাদের হাতে একটি গাছ ও ট্রফি তুলে দেন , মেডিকা হসপিটাল একের পর এক চিকিৎসা জগতে আলোড়ন সৃষ্টি করে চলেছেন এবার তারা সৃষ্টি করলেন ক্যান্সার হসপিটাল এর শুভ সূচনা করে, চিকিৎসার জগতে আলোড়ন সৃষ্টি করতে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর চিন্তাধারাকে বাস্তবায়িত করতে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সাধারণ মানুষের চিকিৎসা করতে এই ক্যান্সার হসপিটাল বদ্ধপরিকর হলেন, …..
জীবনকে জিতিয়ে চলার সাথী নতুন দিগন্ত ছোঁয়ার পথে এই ট্র্যাক লাইন তারা ব্যবহার করলেন…। তারা জানান মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং সহযোগিতার হাত বাড়িয়েছেন আমরা কৃতজ্ঞ, আমাদের চিকিৎসা জগতকে আরও একধাপ আগিয়ে দিলেন, এই মেডিকা ক্যান্সার হসপিটাল মানে সাধ্যের মধ্যেই দশতলা ভড়া ক্যান্সার কেয়ার , সামগ্রিক পরিসেবা, সবচেয়ে উন্নত আধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ এই হসপিটাল, পূর্বভারতের ক্যান্সার চিকিৎসায় বিপ্লব আনতে বদ্ধপরিকর বলে জানালেন। এই হসপিটাল ৫০০ সজ্জা বিশিষ্ট সুপার স্পেশালিস্ট হাসপাতাল আড়াইশো কোটিরও বেশি ব্যয় এই হসপিটাল নির্মিত হয় এবং ১৫০০ এর বেশি লোকের কর্মসংস্থান হয়েছে এছাড়াও সাশ্রয়ী মূল্যে পরিষেবা , উন্নত মানের চিকিৎসা, এবং স্বাস্থ্য সাথী কার্ড এর সুযোগ সুবিধা, এই অনুষ্ঠানটি ব্যবস্থাপনায় ও পরিচালনায় উদয়ন লাহিড় ী মেডিকা গ্রুপ পব হসপিটাল, যিনি সুন্দরভাবে সবাইকে নিয়ে আজকের অনুষ্ঠানটি পরিচালনা করলেন,
এবং তিনি বললেন ক্যান্সার থেকে নিজেদেরকে বাঁচাতে কয়েকটি পথ অতি অবলম্বন করা ভালো। এবং ভবিষ্যৎ যাতে নষ্ট না হয়, সম্পূর্ণ নেশা থেকে বিরত থাকুন, গুটকা, খৈনি খাবেন না ,এছাড়া মদ্যপান অর্থাৎ অত্যধিক নেশা করা বন্ধ করুন। ক্যান্সারের মূল আক্রমণ শরীরে এই নেশা থেকে, আরেকটি কথা বলেন, সব ক্যান্সারই বিপদ মুখী নয়, এমনও ক্যান্সার আছে যা অতি সহজেই ভালো হয়ে যায়, বিভিন্ন চিকিৎসার মধ্য দিয়ে, আমরা সব সময় আপনাদের সেবায় নিয়োজিত, এবং চিকিৎসা জগতে আপনাদের সুস্থ করে তোলায় আমাদের কর্তব্য, যেকোনো রোগ বেশি দিন চেপে রাখবেন না
, ডাক্তারদের পরামর্শ নিন এবং রোগীকে ঠিক সময়ে চিকিৎসা করানোর ব্যবস্থা করুন। মেডিকা সুপার স্পেশালিস্ট হসপিটাল আপনাদের সেবায় সব সময় রয়েছে। এখন ক্যান্সার চিকিৎসার জন্য বিভিন্ন উন্নত মানের যন্ত্র ব্যবহৃত হচ্ছে এবং আমরাও এই সকল যন্ত্রের মধ্য দিয়ে চিকিৎসায় সাফল্য আনতে পেরেছি। আজকের শুভ সূচনায় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি ও বেসরকারি হসপিটালে চিকিৎসকেরা , তাদেরকেও সম্মানিত করলেন, মেডিকা সুপার স্পেশালিস্ট হসপিটালে তরফ থেকে।