প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৪:১০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৬, ২০২৩, ২:৪২ পূর্বাহ্ণ
ভারতে ইন্ডিয়া ও সাউথ আফ্রিকার খেলায় ,,,,ইন্ডিয়ার দর্শকদের উত্তেজনা একদিকে ,,অন্যদিকে টিকিট না পেয়ে খেলা প্রেমীরা
ইন্ডিয়া ও সাউথ আফ্রিকার খেলায় ,,,,ইন্ডিয়ার দর্শকদের উত্তেজনা একদিকে ,,অন্যদিকে টিকিট না পেয়ে খেলা প্রেমীরা
শম্পা দাস,সম্পাদক,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো
ইন্ডিয়া ও সাউথ আফ্রিকার খেলায় ,,,,ইন্ডিয়ার দর্শকদের উত্তেজনা একদিকে ,,অন্যদিকে টিকিট না পেয়ে খেলা প্রেমীরা,,,,, ঘটনা চোখে পড়লো মাঠে চতুর্দিকের প্রান্তে ,,
খেলা প্রেমীরা টিকিটের জন্য এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে,,, যদি একটা টিকিট পাওয়া যায় কোনো ভাবে,,, আবার কোথাও পোস্টারে লিখে ধরে দাঁড়িয়ে আছে ,একটা ম্যাচের টিকিট পাওয়া যাবে,,,,
প্রায় এক ঘন্টার উপর হয়ে খেলা হয়ে গেলেও ইন্ডিয়া দর্শকেরা দেখার জন্য টিকিট পাওয়ার আশায় তখনও মাঠের চতুরদিকে ছোটা ছুটি করছেন,,
অন্যদিকে পুলিশ অফিসাররাও যেমন দর্শকদের নির্দিষ্ট পথে যাওয়ার জন্য তদারকি করতে হিমশিম খাচ্ছেন, রাস্তার মাঝে মাঝেই স্পেশাল পুলিশ অফিসার নিয়োগ করা হয়েছে,,,
তেমনি মাঠে কিছুটা দূরে ভ্রাম্যমান টাওয়ার লাগানো হয়েছে,,, যেমন গেঞ্জি ব্লাকে বিক্রি হচ্ছে, ১০০ টাকার গেঞ্জি ৩০০ টাকা ৫০০ টাকা,,আবার অরজিনাল ১০০০ টাকার গেঞ্জি, তিন হাজার, চার হাজার টাকা তে ব্লাক হতে দেখা গিয়েছে,
অন্য দিকে একই অবস্থা , টিকিটে হাহা কার, ব্লাক হচ্ছে ৫, ১০, ১৫ ,২০ হাজারে, তাতেও খেলা প্রেমিরা টিকিট পাচ্ছেন, হতাশ হয়ে মাঠের চতুর দিকে ঘুরে বেড়াচ্ছেন,, তবুও চেষ্টা করছেন যদি একটা টিকিট কোনো ভাবে জোগাড় করা যায়,,,
,তবুও দর্শকদের উত্তেজনা উল্লাস এতটুকু কম চোখে পড়ে না , সবার মুখে একটাই নাম ভিরাট কোলি ,ভিরাট কোলি,, খাদ্য বিচারের পালা,,,, জিতবে কে হারবে ইন্ডিয়া না সাউথ আফ্রিকা,,, ইন্ডিয়ার দশকেরা বলেন ইন্ডিয়া ইন্ডিয়া।
শম্পা দাস,সম্পাদক
দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.