প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ২:২০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৮, ২০২২, ১২:৩২ পূর্বাহ্ণ
ভারতে করোণা বিধি মেনে চলছে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি
ভারতে করোণা বিধি মেনে চলছে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি
নগর সংবাদ,,রিপোর্টার কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়।।
করোণা বিধি মেনে চলছে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি, আসতে শুরু করেছে বিভিন্ন দেশ থেকে সাধু-সন্ন্যাসীরা, কোভিড টেস্টিং সেন্টারে চলছে আগত তীর্থযাত্রী ও সন্ন্যাসী দের কোভিড19 টেস্ট, মাঝে মাঝে ময়দান থানার অফিসার মাইকিং এর মাধ্যমে ঘোষণা করছেন ,যে সকল দর্শনার্থী বাবুঘাটে উপস্থিত গঙ্গাসাগর মেলাতে, তারা যেন কোভিড মেনে দূরত্ব বজায় রেখে এবং মাক্স স্যানিটাইজার সাথে রাখেন এবং পড়েন। চলছে মেলা প্রাঙ্গণ তৈরি করার তোড়জোড় ও শেষ করার তোড়জোড় , তবে অন্যান্য বারের মতো এখনো সেই ভাবে জমে উঠেনি বাবুঘাটের এই গঙ্গাসাগর মেলা ,খুব কম সংখ্যক তীর্থযাত্রী সাধু-সন্ন্যাসী এসে উপস্থিত হয়েছেন, তবে কোভিড পরিস্থিতি থাকায় কতটা ভিড় জমে উঠবে , উদ্বেগ রয়েছে সবার মনে, রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন নিয়ম মেনে এবং কোভিড পরিস্থিতিকে সামলে গঙ্গাসাগর মেলার আয়োজন করেছেন ,এবং বেশ কিছু নিয়ম কানুন মেলার মধ্যে বিভিন্ন জায়গায় ব্যানার পোস্টারে র মধ্য দিয়ও প্রচার করার চেষ্টা করেছেন, যাতে দর্শনার্থীরা এই নির্দেশিকা মেনে চলেন, কিছু কিছু স্বেচ্ছাসেবী এনজিও মেলায় এসে উপস্থিত, তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন দর্শনার্থীদের মধ্যে এবং তাদের খাবার আয়োজন করেছেন, । একে একে দর্শনার্থীরা এই স্বেচ্ছাসেবীদের স্টল থেকে খাবার সংগ্রহ করছেন আমাদের ক্যামেরায় এইরকম বিভিন্ন চিত্র ধরা পোরলো।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.