প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ১:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৬, ২০২৪, ২:০৩ পূর্বাহ্ণ
ভারতে জয়দীপ ব্যানার্জীর পরিচালনায়, রাজা রানী রোমিও, ওয়েব সিরিজের গ্র্যান্ড ওপেনিং হয়ে গেল।
জয়দীপ ব্যানার্জীর পরিচালনায়, রাজা রানী রোমিও, ওয়েব সিরিজের গ্র্যান্ড ওপেনিং হয়ে গেল।
শম্পা দাস,সম্পাদক,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো
আজ ৫ই জানুয়ারী শুক্রবার, ঠিক দুপুর একটায়, ই এম বাই পাস সংলগ্ন, সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট এর অডিটরিয়ামে, ক্লিকের হাত ধরে, জয়দীপ ব্যানার্জী পরিচালিত এবং ফিল্মস এন্ড ফ্রেমস প্রযোজিত , ওয়েব সিরিজ রাজা রানী রোমিওর গ্র্যান্ড ওপেনিং হল। এবং সকল দর্শকদের মন জয় করল, এই গ্র্যান্ড ওপেনিংয়ে উপস্থিত ছিলেন, ক্লিক পরিবার এবং অভিনেতা-অভিনেত্রী, ও অন্যান্য অতিথিবৃন্দ, সুন্দর একটি পরিবেশের মধ্য দিয়ে ,আজকের এই ওয়েব সিরিজের শুভ সূচনা
, আজকের ওয়েব সিরিজ রাজা রানী রোমিও , হল ভর্তি দর্শক ও সিনেমা প্রেমীদের মুগ্ধ করেছে, গল্পটিতে রয়েছে ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ সব নিয়েই দর্শকদের আলাদা অনুভব সৃষ্টি করেছে, যেভাবে দর্শকরা ছবিটি দেখতে দেখতে উল্লাসিত এবং হাততালির পর হাততালি, তাতে পরিষ্কার হয়ে গেছে দর্শকদের মন এই ওয়েব সিরিজে কতটা জয় করতো,
তারা বলেন সত্যি পরিচালক যেভাবে গল্পটি সাজিয়েছেন এবং ছবিটি তৈরি করতে জায়গাটি বেছে নিয়েছেন আমরা মুগ্ধ হয়েছি ছবিটি দেখে। এবং যেভাবে অভিনেতা-অভিনেত্রী এবং সকল শিল্পীরা অভিনয় দক্ষতাকে তুলে ধরেছেন , আমরা সত্যিই অভিভূত হয়ে গেছি ছবিটি দেখে। তবে ক্লিকের প্রতিটি ওয়েব সিরিজ যেমন দেখার মত তেমনি ঘটনাগুলিও মনে গেঁথে যায়,
এই ওয়েব সিরিজে যারা অভিনয় করেছেন,, তাহাদের মধ্যে আছেন, অর্পণ ঘোষাল , স্বীকৃতি মজুমদার, জয়জীৎ ব্যানার্জী, জিত সুন্দর,কৌশানি মুখোপাধ্যায়, জিত দাস, রাতাশ্রী দত্ত, চিত্রনাট্য পরিচালনায় জয়দীপ ব্যানার্জী ,
সহযোগী পরিচালক শুভদীপ মুখার্জী, প্রযোজনায় ফিল্মস এন্ড ফ্রেমস, প্রযোজক শান্তনু চ্যাটার্জী, ডি ও পি অনির, সংগীতে প্রাঞ্জল দাস ও গ্রুপ, সংলাপে সৌমিত দেব, ক্লিকের কর্ণধার নিরোদ মহাশয়,
এবং গণমাধ্যম প্রচার মার্কেটিং য়ে রানা বসু ঠাকুর, যিনি সকলকে কিছুক্ষণের জন্য আনন্দ দেয়ার চেষ্টা করেন এবং সবার পাশে থাকার চেষ্টা করেন। যার সঞ্চালনা মানুষের মনকে ভরিয়ে রাখে হাসি ও ঠাট্টায়। সকল অভিনেতা অভিনেত্রী এবং পার্শ্ব চরিত্রে যারা অভিনয় করেছেন ,একটি কথাই বললেন, আমরা বহু কষ্ট করে এই ছবিটি তৈরি করার চেষ্টা করেছি,
অভিনয় ও দক্ষতার মধ্য দিয়ে, দর্শক বলবেন দেখে তাদের কেমন লাগছে, এর সাথে সাথে ক্লিক পরিবারকে জানাই আমাদের কৃতজ্ঞতা, তাহারা আমাদেরকে সুযোগ দিয়েছেন বলে, তবে ছবিটি করতে গিয়ে আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে এবং এরকম একজন পরিচালককে কাছে পেয়ে আমরা অনেক কিছু শিখতে পেরেছি, এর জন্য ক্লিক পরিবারকে ও পরিচালককে মহাশয় কে আমাদের নতুন বছরে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই। আমরা ছবিটি করতে গিয়ে বহু আনন্দ করেছি।
শম্পা দাস,সম্পাদক
দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.