আরো একবার ..প্রাপ্তি ওয়েব পোর্টালের… মাধ্যমে ৪৫০ টি মোবাইল উদ্ধার করে, ফিরিয়ে দেয়া হলো প্রকৃত মালিকদের হাতে, যারা মোবাইল হারিয়ে অভিযোগ জানিয়েছিলেন। ডায়মন হারবার পুলিশ , ডিস্ট্রিক্ট ডায়মন্ড হারবার নাগরিকদের সাহায্যে সর্বদা তৎপর , তাহারা নাগরিকদের হাতে 450 টি মোবাইল ফোন উদ্ধার করে তুলে দিতে পেরে নিজেদের ধন্য মনে করেন
তারা বলেন আমরা সব সময় আপনাদের সহযোগিতায় সর্বদা পাশে আছি, আপনাদের কাছে আমাদের অনুরোধ, মোবাইল চুরি হয়ে গেলে বা হারিয়ে গেলে,.. প্রাপ্তি ওয়েব পোর্টালের ….মাধ্যমে অভিযোগ দায়ের করুন । যাতে আপনাদের দ্রুত আমরা মোবাইল ফিরিয়ে দিতে পারি, আমরা আশা রাখি ,ভবিষ্যতেও প্রাপ্তি ওয়েব পোর্টালের মাধ্যমে আপনাদের এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে।, । ডায়মন হারবার বাসী পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানান, এবং বলেন সত্যিই প্রশাসন আমাদের পাশে থেকে একটি মূল্যবান কাজ করেছে, এতগুলো মানুষের মোবাইল ফিরিয়ে দিতে পেরেছে, এর জন্য গ্রামবাসীরা ও কৃতজ্ঞ, এইভাবে যদি গ্রামবাসীদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়ান আমরা অনেকটাই উপকৃত হব।। রিপোর্টার , শম্পা দাস ও সমরেশ রায়