দশমীর দুপুর থেকেই চলছে এখনও মাকে বিদায় দেবার পালা ঘাটে ঘাটে,
শম্পা দাস— সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগরসংবাদ ২৪ ডটকম,,কলকাতা ব্যুরো
দশমীর দুপুর থেকে চলছে একে একে মাকে বিদায় দেওয়ার পালা, নদীর বিভিন্ন ঘাটে ঘাটে মাকে নিয়ে আসছেন, বাড়ীর পূজা উদ্যোক্তারা ও ক্লাবের উদ্যোক্তারা , মহিলারা সিন্দুর খেলায় মেতে উঠছেন, আর জানান মাকে তো বিদায় দিতেই হবে,মা আসে হাসিমুখে আর বিদায় দিতে হয় অশ্রু ভরা চোখের জলে, আর একটাই মায়ের কাছে প্রার্থনা,
আমাদের ভাল রাখুন ,প্রতিবছর এইভাবে আমাদের আনন্দ দিক, সরকারের অনুমতি প্রাপ্ত কার্নিভালে যে সকল প্রতিমা অনু মদন পেয়েছে, সেই সকল প্রতিমা ছাড়া প্রায় সমস্ত ঠাকুর দশমীর দিন থেকে এখনো পর্যন্ত একে একে বিসর্জন পথে বাবুঘাটে থেকে শুরু করে অন্যান্য ঘাটে, সন্ধ্যা যত হয়ে আসে রাস্তা জ্যাম হতে থাকে, procession বেড়ানোর ফলে।
ঘাটে-ঘাটে পুলিশ অফিসার থেকে শুরু করে কেএম সি লোকেরা সতর্ক দৃষ্টিতে নজর রাখছেন এবং প্রতিমা ফেলার সাথে সাথে ,সেই প্রতিমা গুলিকে তুলে ফেলা হচ্ছে ও গারিতে করে সেগুলোকে একটি নির্দিষ্ট জায়গা করে আসছেন,
শুধু তাই নয় ঘাটে-ঘাটে প্রশাসনের লোকেরা মাইকে বারবার ঘোষণা করছেন, কোনভাবেই ঠাকুরের সাথে দুই থেকে তিনজনের বেশি ঘাটে নামা নিষেধ, জোর জুলুম করবেন না আপনাদের সহযোগিতায় একান্ত কাম্য, কোন মহিলা বাচ্চা নিয়ে ঘাটে নামিবেন না। শান্তিপুণ্য ভাবে বিসর্জন করুন,