পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা ও নৃশংস আক্রমণের বিরুদ্ধে, প্রতিবাদ মিছিল ও সভা।
”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো””
আজ ২৪ শে জুন সোমবার, ঠিক দুপুর দুটোই ওয়েলিংটন স্কোয়ার থেকে রানী রাসমণি রোড পর্যন্ত ভারতীয় জনতা পার্টির, বঙ্গ বিবেকের পরিচালনায়, এক বিরাট প্রতিবাদ মিছিল ও সভা করলেন। দুপুর একটা থেকে জমায়েত হয় ওয়েলিংটন স্কোয়ার এ, কয়েকশো বঙ্গ বিবেকের সদস্যরা, সেখান থেকে প্রত্যেকে একটি করে ফেস্টুন হাতে নিয়ে এই মিছিলে পায়ে পা মেলান,
তাদের প্রতিবাদ পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা এবং হিন্দুদের উপর চলতে থাকা বর্বর রচিত ও নৃশংস আক্রমণের বিরুদ্ধে, হত্যার বিরুদ্ধে, এবং ভারত মাতার জয়ধ্বনি দিতে থাকেন। মিছিলে প্রায় কয়েকশো বঙ্গ বিবেকের পায়ে পা মেলান, এবং প্রত্যেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ভাষায় আক্রমন করতে থাকেন,
এমনকি রক্ত খেকো বলেও উল্লেখ করেন , এবং বলেন কেন মহিলাদের উপর এবং হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, নারীদের উপর অত্যাচার করা হচ্ছে, কেন এত খুন খারাপি, অবিলম্বে জবাব দিতে হবে ,নচেৎ মুখ্যমন্ত্রীকে গদি ছাড়তে হবে। কেন গণতন্ত্রের উপর আঘাৎ হচ্ছে, একটার পর একটা নিরীহ সাধারণ মানুষদের ধরে ধরে খুন করা হচ্ছে।
আমরা এর জবাব চাই, গণতন্ত্র সভার অধিকার, এইভাবে গর্জে উঠলেন বঙ্গ বিবেকের সদস্যরা, এবং রানী রাসমণি রোডে একটি সভা করলেন। যদি অবিলম্বে হিংসা হানাহানি বন্ধ না হয়,
আমরা তীব্র আন্দোলনে নামবো, এবং মুখ্যমন্ত্রীকে গোদিচ্যুত করবো, দেখব কিভাবে শাসক দল হিন্দুদের উপর আক্রমণ চালাতে পারে, আমরাও থেমে থাকব না, একের পর এক সাধারন মানুষের উপর আক্রমণ ও নারীদের উপর অত্যাচার এবং হিন্দুদের উপর নৃসংস হত্যা করে চলেছে, আজ আমরা সামান্য মিছিলের মধ্য দিয়ে তীব্র প্রতিবাদ জানালাম। যদি হিংসা বন্ধ না হয়, আমরাও বাধ্য হবো পথে নামতে।
”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো””