শ্রীরামকৃষ্ণ পরমহংস সেবা সংঘের পরিচালনায়, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও প্রতিবন্ধী ভাই বোনদের সংবর্ধনা…..।
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, আজ ২৫ শে জুন রবিবার , সকাল দশটায় , ৮৭ নম্বর বারুইপাড়া লেন ,বরানগর, তিন নম্বর ওয়ার্ডের পৌর পিতা সুধাংশু আওন এর সহযোগিতায়, শ্রী রামকৃষ্ণ পরমহংস সেবা সংঘের পরিচালনায় এবং বাবু ঘোড়ুই এর উদ্যোগে, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও প্রতিবন্ধী ভাই বোনদের সংবর্ধনা অনুষ্ঠান, এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা ও পৌরমাতা, বরানগর ও কামারহাটির, উপস্থিত ছিলেন সমাজসেবীরা
,,, শ্রী জয়ন্ত রায়, রামকৃষ্ণ পাল ,অমর পাল ,অঞ্জন পাল, মেঘনা মিত্র ,গোপাল সাহা, বিশ্বজিৎ বর্ধন, আলপনা লাহা, ডালিয়া মুখার্জী সহ অন্যান্য পৌরপিতা ও বিশিষ্ট অতিথিরা, প্রত্যেককেই উত্তরীয় ব্যাচ এবং ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানান। আজকের বিনা মূল্যে যে সকল পরিসেবা বাবু ঘোড়ুই এর উদ্যোগে করা হয়, এবং সাধারণ মানুষ থেকে দুস্থ পরিবারের মানুষেরা পরিষেবা পেয়েছেন, সেগুলি হল স্বাস্থ্য পরীক্ষা, ব্লাড সুগার ,ইসিজি, দন্ত চিকিৎসা
, শ্রবণ পরীক্ষা, চক্ষু পরীক্ষা, চোখের ছানি অপারেশন, বিনামূল্যে চশমা বিতরণ , জেনারেল ফিজিশিয়ান এবং প্রতিবন্ধী ভাইবোনদের সংবর্ধনা। যাহারা এই পরিষেবা গুলি দিয়েছেন তাদের মধ্যে জে এন রায় হাসপাতাল, নেত্র দান মহাদান , swanam ফাউন্ডেশন, কুসুম দেবী ডেন্টাল কলেজ, কুমারটুলি সেবা সমিতি,
হিয়ারিং সলিউশন , মারোয়াড়ী রিলিফ সোসাইটি।….. সকাল থেকেই শাড়ি বদ্ধ ভাবে, সাড়ে 400 থেকে 500 বিভিন্ন রোগের চিকিৎসা পেয়েছেন সাধারণ মানুষেরা ,শুধু তাই নয় তাদেরকে বিনামূল্যে চশমা বিতরণ ও ছানি অপারেশনেরও ব্যবস্থা করেছেন। উপস্থিত এলাকার সকল পৌর পিতা ও পৌর মাতারা বলেন
বাবু ঘোড়ুই সব সময় এই ধরনের কাজে নিজেকে উৎসাহিত করেন, এবং সারা বছর বিভিন্ন ধরনের সমাজ সেবার কাজে যুক্ত থাকেন, শুধু তাই নয় করোনার সময় ,কোনরকম ভয়-ভীতি না করে ,যেখানেই বিপদ হয়েছে তিনি ছুটে গিয়েছেন, সাধারণ মানুষেরা যখন ঘর বন্দী ,বাবু ঘোড়ুই তখন মানুষের পিছনে ছুটে চলেছেন, আজও সে বেশ কিছু প্রতিবন্ধী ছেলেদের উৎসাহিত করার জন্য সম্বর্ধনা জানালেন, আমরা আনন্দিত , তবে যে কোন সময় যদি আমাদের দরকার হয়, আমরা অতি অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দেব এবং আমাদের সামর্থ্য মতো সহযোগিতা করার চেষ্টা করব, বাবু ঘোড়ুই আরও এগিয়ে যাক, আরো বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়ে ভালো করুক এই আশায় করি। রিপোর্টার,,,, কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়