শুক্রবার ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ১২:৪৯
শিরোনামঃ
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র উদ্যোগে দোয়া ও জহিরুল ইসলাম বিদ্যুৎ এর জন্মোৎসব উদযাপন বিএনপি দেশের সবাইকে ঐক্যবদ্ধ রাখতেই কাজ করে যাচ্ছে: এড. টিপু “আমি পদপদবীর জন্য রাজনীতি করি না: ইকবাল” স্বৈরাচারের নির্যাতন উপেক্ষা করে ১৬ বছর রাজপথেই ছিলাম: গিয়াস উদ্দিন ৬৫ তম বর্ষে পদার্পণ করলো- হালদার পাড়ার সাবেকী শ্যামা পুজো ২০২৫ , হালদার পরিবারদের। (এনসিপি) নেতাদের জুলাই জাতীয় সনদে সই করার আহ্বান-অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মুন্সিগঞ্জ সদর থানাধীন বহুতল ভবনে তল্লাশী -১০০ রাউন্ড,শটগান, গুলি ককটেল তৈরি সরঞ্জাম উদ্ধার, ৩ জন গ্রেফতার করে ডিবি পুলিশ। সারাদেশে ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত ৭৬২ হাসপাতালে ভর্তি ২জনের মৃত্যু। ৭৪ তম বর্ষে, ১১০ ফুটের বৃন্দাবনের চন্দ্রদয়ের মন্দির ঘিরে সাংবাদিক সম্মেলন করেন বন্ধুর ওপর বন্ধুর এ কোন নৃশংসতা,খাবার খাওয়ার পর নির্জন স্থানে নিয়ে ছুরিকাঘাত

ভারতে সারা রাজ্য গণতান্ত্রিক মহিলা সমিতির ডাকে, রাসমণি রোডে ধিক্কার ও বিক্ষোভ সমাবেশ।

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ৯, ২০২৩, ৯:১৫ পূর্বাহ্ণ
  • ১৭৬ ০৯ বার দেখা হয়েছে

সারা রাজ্য গণতান্ত্রিক মহিলা সমিতির ডাকে, রাসমণি রোডে ধিক্কার ও বিক্ষোভ সমাবেশ।

শম্পা দাস— সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগরসংবাদ  ২৪ ডটকম,,কলকাতা  ব্যুরো

আজ ৮ ই সেপ্টেম্বর, কলকাতা রানী রাসমণি রোডের সংযোগস্থলে, সারা রাজ্য গণতান্ত্রিক মহিলা সমিতি ডাকে এক বিশাল ধিক্কার সমাবেশের আয়োজন হয়।, সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করেন,
No description available.
জেলা থেকে কয়েক হাজার মহিলা উপস্থিত হয় এই সমাবেশে, মহিলা সমিতির মহিলারাই নয় যাদের পরিবারের মানুষকে খুন করে মেরে ফেলেছে সেই সকল পরিবারের মহিলারাও উপস্থিত হন, আজকের এই শোভা থেকে তারা পাঁচই অক্টোবর দিল্লি যাওয়ার পরিকল্পনা ও শপথ নেন।
No description available.
ন্যায্য অধিকার পাওয়ার লক্ষ্যে। জনসভায় উপস্থিত ছিলেন বিন্দা কারাত, কোনিনিকা ঘোষ, মারিয়াম, জাহানারা খাতুন হোক অন্যান্য মহিলারা সদস্যরা, আজকের এই সভায় বিভিন্ন বক্তা তাদের বক্তব্য তুলে ধরেন, এবং একটার পর একটা ভোটের যে বব্যরতা হিংসা খুন খারাপি তার বিরুদ্ধে প্রতিবাদ করেন এবং গর্জে উঠেন, কিভাবে ভোটের সময় প্রার্থীদের ভয় দেখানো হয়েছে বেরোতে দেয়া হচ্ছিল না সমস্ত কিছু তুলে ধরেন, কিন্তু যে মহিলারা ভোটে জিতেছেন তারা প্রতিজ্ঞা করলেন এই তিনটি আসন থেকে আমরা ত্রিশটা আসনে পরিণত করব।
No description available.
আমরা মহিলারা কি করতে পারি আজ মন্ত্রী মহোদয়রা বুঝতে পেরেছেন শোভা থেকে, দিনে এর থেকেও বেশি মহিলারা সঙ্গবদ্ধ হয়ে এই সকলের বিরুদ্ধে লরবে, বক্তব্যর মধ্যে বৃন্দাকারাত তুলে ধরলেন, একটি বিশেষ ব্যানার কে কেন্দ্র করে, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী লিখেছেন দুয়ারে সরকার, পরিপ্রেক্ষিতে তিনি হুংকার দিয়ে বললেন দুয়ারের সরকার নয় ,দুয়ারে গুন্ডা, সরকার মানে গুন্ডা সরকার, দুয়ারে সরকার মানে ভয় দেখানোর সরকার, দুয়ারে সরকার মানে মহিলাদের উপর অত্যাচারের সরকার, একের পর এক তীব্র ভাষায় আক্রমণ করলেন, এবং বলেন মহিলারা ভীতু নয়, যতই ভয় দেখাক, যতই মহিলাদের উপর অত্যাচার করুক, কেউ পিছপা হবে না, বরং আরো সংঘবদ্ধ হবে, দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে, নিজেদের ন্যায্য অধিকার কিভাবে ছিনিয়ে নিতে হয় সেটা এই মহিলারা বুঝিয়ে দেবেন। সরকারের শুধু বড় বড় বুলি আওয়াজ,অথচ যারা ন্যায্য পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে পাস করেছে, তাদের চাকরি দিতে পারে না ,তাদের চাকরি বিক্রি করে দেয়া হয়েছে। এর চাইতে লজ্জা কর কি আছে, যাদের চাকরি ন্যায্য পাওয়ার কথা আজও ধর্মতলার বুকে গান্ধী মূর্তি থেকে শুরু করে শহীদ মিনার পর্যন্ত বসে দিন গুনছেন।, অথচ সমস্ত চাকরি টাকার বিনিময়ে চোর গুন্ডাদের দ্বারা বিক্রি করে দিয়েছেন।, গণতন্ত্রকে ধ্বংস করে ফেলেছে, এই মঞ্চ থেকে সবাইকে আরও সঙ্ঘবদ্ধ হওয়ার আহ্বান জানাই, এবং ৫ ই অক্টোবর দিল্লি যাওয়ার পরিকল্পনা নেন, যদিও শোভা চলাকালীন বৃষ্টি আরম্ভ হয়ে যায় , কেউ সবার ছেড়ে চলে যান নি, এটাই আমাদের মহিলাদের দিয়ে দিলেন আমরা আছি এবং ন্যায্য অধিকার আদায় করে নেব। তাই মঞ্চ থেকে সাবধান করে দিলাম তৈরি হন, সাবধান হোন , ইলার আর চুপ করে থাকবে না।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell