প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৪, ২০২৪, ১০:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৩, ২০২৩, ১২:৫৫ পূর্বাহ্ণ
ভারতে স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি চলছে পুরোদমে কলকাতার রেড রোডে,
স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি চলছে পুরোদমে কলকাতার রেড রোডে,,,,।
কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়
আজ ১২ই আগস্ট শনিবার, স্বাধীনতা দিবস উদযাপন আর মাত্র মাঝে দুটো দিন বাকী, তাই প্রস্তুতি চলছে পুরোদমে রেড রোড চত্বরে, একদিকে যেমন ডেকোরেশন এর লোকজন ব্যস্ত হয়ে পড়েছেন কিভাবে তারা বৃষ্টির মধ্যেও কাজ শেষ করবেন, অন্যদিকে প্রশাসনের লোকজন ব্যস্ত তদারকি করার জন্য এবং এলাকায় যে কাজ চলছে তার মাঝে মাঝে নাম্বারিং করার,। এবং দায়িত্বপ্রাপ্ত অফিসাররা মাঝে মাঝে গাড়ি নিয়ে আসছেন তদারকি করছেন
অন্যদিকে মাইক লাগানোর কাজ ও এখনো সম্পূর্ণ হয়নি। এই দুদিনের মধ্যেই পুরো কাজ সেরে ফেলতে হবে এমনটাই জানালেন সকলে কারণ, ১৫ই আগস্ট ভোর থেকেই শুরু হয়ে যাবে প্রশাসনের কাজ ও স্বাধীনতা দিবসের কর্মব্যস্ততা। তেমনি অন্যদিকে দেখা গেল দোকানে দোকানে ১৫ ই আগস্ট, স্বাধীনতা দিবস উপলক্ষে, গেঞ্জিতে কাজ করা অশোক চক্র শুধু তাই নয় জাতীয় পতাকার রঙে গেঞ্জিটিকে সাজিয়ে তোলা হয়েছে, এবং মাঝে মাঝে কাস্টমার এসে গেঞ্জিগুলি দেখার চেষ্টা করছেন ও কেনার চেষ্টা করছেন,
এবং কলকাতার বিভিন্ন মার্কেটে ১৫ই আগস্ট উপলক্ষে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হচ্ছে ফ্লাগ, স্টীকার থেকে শুরু করে অন্যান্য যাবতীয় জিনিস এমনকি বেশ কয়েকটি দোকানে দেখা গেল মেয়েদের ওড়নাতেও এই স্বাধীনতা দিবসের ছাপ। এমনকি জামা প্যান্টও । ১৫ ই আগস্ট সকাল থেকেই মেতে উঠবে রেড রোড থেকে শুরু করে অন্যান্য ক্লাব ও সংস্থাগুলিতে স্বাধীনতা দিবস উদযাপন, রাস্তায় রাস্তায় বেরোবে প্রসেশান,
আবার কোথাও কোথাও চলবে স্বাধীনতা দিবস উপলক্ষে দেশাত্মবোধক গানের সাথে নৃত্য, তেমনি এই রেড রোডে সকাল থেকেই মানুষের ভিড় জমতে থাকে, মন্ত্রী থেকে শুরু করে কাউন্সিলার এবং অন্যান্য নৃত্যশিল্পীরা এসে উপস্থিত হবেন।। সাজবে বিভিন্ন দেশের জাতির মডেল, হিন্দু মুসলিম খৃষ্টান বৌদ্ধ সব ধর্মের থাকছে ট্যাবলো, ও দূর দুরান্ত থেকে মানুষ দেখার জন্য ভিড় করবে রাস্তার দুই ধারে। তারি প্রস্তুতি শেষ করার তোড়জোড় পুরোদমে, মাঝে মাঝে বৃষ্টির ফলে কাজ করতে অনেকটাই অসুবিধা হচ্ছে ডেকোরেটারদের লোকজনের, তবুও তাদেরকে বৃষ্টির মধ্যে ভিজে শেষ করতে হবে কাজ।
শম্পা দাস— সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,কলকাতা ব্যুরো
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.