,, আজ ২৪ শে নভেম্বর শুক্রবার, সকাল ১১ঃ৩০ এ,, ২০২২ এ প্রাথমিক টেট পাস ডি এল এড ঐক্য মঞ্চ,, অবিলম্বে ইন্টারভিউ নোটিস দেওয়ার দাবিতে,,, কলেজ স্ট্রিটে জমায়েত হয়ে এক মহা মিছিল করলেন, অধিকারের লড়াইয়ে,, প্রায় দু থেকে আড়াইশোর বেশি টেট পাস উত্তীর্ণ ছেলেমেয়েরা মিছিল করে এস এন ব্যানার্জী রোড ধরে ধর্মতলা এসে প্রথমে রাস্তার উপর বসে পড়েন ,,সমস্ত যান চলাচল বন্ধ করে দেয়,
কিছুক্ষণ পরে প্রশাসনের কথামতো তারা কিছুটা ছেড়ে দিয়ে ধর্মতলার ড্ররিনা ক্রসিং এর পাশে বসে পড়েন এবং বিভিন্নভাবে রাজ্য সরকারকে আক্রমণ করতে থাকেন,, এবং শুধু তাই নয় বারবার একটা কথাই বলেন অবিলম্বে যদি আমাদের ইন্টারভিউ এর নোটিশ না দেন, তাহলে আরো বৃহত্তর আন্দোলনে নামবো,, কেন আমাদের বারবার মিথ্যা প্রতিশ্রুতি দেয়া হচ্ছে,
আমাদের দ্রুত নিয়োগ চাই, শুধু তাই নয় বিভিন্নভাবে পশ্চিমবঙ্গ সরকার কে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেন,, মাননীয় মুখ্যমন্ত্রী শুধু প্রতিশ্রুতি দিয়ে যান। কিন্তু কিছুই হয় না। ঘুরে বলেন ঝাল মুড়ি বিক্রি ও চা বিক্রির কথা, তাই আজ আমরা এই মিছিলে ধিক্কার জানাই চা বিক্রি করে, আমরা এত টাকা খরচা করে পড়াশোনা করেছি, এই চা বিক্রি করার জন্য,,
আমার বাবা-মা কি পড়া শিখিয়েছেন চা বিক্রি করার জন্য, তাহলে এত টাকা খরচ করিয়েছেন কেন, আমাদের ৬ বছর সময় নষ্ট করে দিয়েছে, আমরা বঞ্চনার শিকার ,অথচ টাকার বিনিময়ে চাকরি হয়ে যাচ্ছে। অবিলম্বে দুর্নীতি দূর করতে হবে।
এবং যারা দুর্নীতি করছে তাদের শাস্তি, সারা পশ্চিমবঙ্গে অরাজকতায় ভরে গেছে। আমাদের দাবী,, অবিলম্বে আর টি ই অ্যাক্ট মেনে সমস্ত প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণি যুক্ত করতে হবে।
২০২২ এর প্রাথমিক টেট উত্তীর্ণদের মেধাতালিকায় পি ডি এফ প্রকাশ করতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে বিএড বাতিলের দাবী জানায়, এরপর বেশ কিছুক্ষণ আন্দোলন করার পর, প্রশাসনের কথামতো আজকে তারা অবরোধ ছেড়ে উঠে যান এবং জানান যদি আজকের কথা মেনে রাজ্য সরকার কোন সিদ্ধান্ত যদি নেয় ভালো,, নচেৎ আরো বৃহত্তর আন্দোলন করবো।।