Bom 2, ডান্স ডান্সার প্যারাডাইস, নৃত্য প্রতিযোগিতা এবং তিন দিনের ডান্স কার্নিভর নিয়ে আজ একটি প্রেস মিট করলেন।
কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়
আজ ৮ই আগস্ট মঙ্গলবার, দুপুর ১২ টায়, ড্রংকেন টেডিতে আয়োজিত হয় প্রেস মিটের মাধ্যমে ইভেন্ট টি, এবং ঘোষণা করা হয়, এইধরনের নৃত্য প্রতিযোগিতা আগে কখনো এইভাবে হয়নি, শুধু নৃত্য প্রতিযোগিতা নয়, একটি কার্নিভালের আয়োজন করেছেন, যেখানে সারা রাজ্যের ছেলে মেয়েরা অংশগ্রহণ করতে পারবেন। আজকের এই অনুষ্ঠানে শুভ সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এবং কেক কাটার মধ্য দিয়ে, এই সুন্দর একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অভিনেত্রী ত্রিণা সাহা, অভিনেতা নীল ভট্টাচার্য্য, ক্লাসিক্যাল নৃত্যশিল্পী মম গাঙ্গুলী, কোরিওগ্রাফার সৌরভ বাঙ্গানি, ডিআইডি ফেম বিবেক জয়সওয়াল, ডিআইডি ফেম ভাবনা হিমানী, সমাজ কর্মী আন্বেষা ঠক্কর ,এমসি অ্যান্ড স্পোর্টস উপস্থাপক সহ আরো অন্যান্য বিশিষ্টজন। Bom 2 নৃত্য নর্তকীর স্বর্গ হলো এমন একটি নৃত্য প্রতিযোগিতা,
যেখানে কলকাতা ও হাওড়া সহ বিশ্বব্যাপী প্রতিযোগী অংশগ্রহণ করতে পারবে, এই Bom 2, ড্যান্স ড্যান্সার প্যারাডাইস একটি রোমাঞ্চকর নৃত্য প্রতিযোগিতা, এই প্রতিযোগিতাটি ১লা সেপ্টেম্বর থেকে ৩৩রা সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে চলবে। এবং একটি তিন দিনের কার্নিভালের মাধ্যমে আলোকিত করবে। গ্র্যান্ড ফিনাল ইভেন্টের বিচার করবেন টেরেন্স লুইস এবং সৌরভ ও বিবেক, ভারতের বৃহত্তম নৃত্য কার্নিভাল ক্যাম্প ও প্রতিযোগিতার চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নদের জন্য থাকছে,, গ্র্যান্ড ট্রফি,,, মিডিয়ার সাথে কথা বলার সময় সৌরভ এবং বিবেক ডিআইডি ফেম বলেছেন,
আমরা একই ছাদের তলায় তিন বছর বয়সের শিশুদের থেকে শুরু করে আপার বয়সে ছেলেমেয়েদের এবং তার দাদু দিদাদের ও মায়েদের এই প্রতিযোগিতায় সুযোগ দেওয়ার চেষ্টা করেছি। এবং আমরা বয়স অনুযায়ী সেগুলোকে কয়েকটি গ্রুপে ভাগ করে দিয়েছি, যেমন এ ,বি ,সি ,ডি, ই ,এফ, জি, এইচ, এর সাথে সাথে আমরা বয়স সীমা উল্লেখ করে দিয়েছি।
সর্বনিম্ন তিন বছর, এবং প্রতি বিভাগের সময়সীমা আছে দুই দিকে তিন মিনিট, এছাড়াও সৌরভ ও বিবেক বলেন, আমরা অনেক রিয়েলিটি শো তে অংশগ্রহণ করেছি, তাই আমরা প্রতিযোগীদের অসুবিধার কথা বুঝতে পারি, তাই আমরা বুম টু, ডান্স চালু করার সিদ্ধান্ত নিয়েছি। যেখানে সারা বিশ্বের মানুষ একটি নাচের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে এবং রিয়েলিটি শো এ অংশ গ্রহণ করার জন্য আমাদের দ্বারা প্রস্তুত ও প্রশিক্ষণ নিতে পারবে,
এবং কলকাতার অনেক নিত্য প্রতিযোগিতা সাক্ষী হবে, এটি সমস্ত রাজ্যের লোকেদের একত্রিত করে কাজ করবে ,এটা আমাদের আশা, এখান থেকে নিত্য শিল্পীদের প্রতিভা প্রকাশ পাবে এবং আমরা আশাকরি পাঁচ হাজারেরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করার সুযোগ পাবে, আর সবার শেষে জানাই মিডিয়া সাপোর্ট অতি অবশ্যই আমাদের প্রয়োজন, যাহার মধ্য দিয়ে বিশ্বব্যাপী মানুষ জানতে পারবেন এই শো এর মূল বিষয়,
শম্পা দাস— সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,কলকাতা ব্যুরো