


কমিশনের ঘোষিত শূন্যপদ, ১৪৩৩৯ পদে নিয়োগ করতে হবে। অবিলম্বে আপার প্রাইমারী মেধা তালিকা অন্তর্ভুক্ত ,যোগ্য প্রার্থীদের ধারাবাহিক কাউন্সেলিং ও জয়েনিং দিতে হবে। আপার প্রাইমারী নিয়োগে দ্রুত ন্যায়বিচার ও জয়েনিং চাই।
আপার প্রাইমারি নিয়োগে অবিলম্বে সেকেন্ড কাউনসেলিং নোটিফিকেশন জারি করতে হবে। আপার প্রাইমারী ২০১৬ পঞ্চম থেকে ৮ম শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, দ্রুততার সহিত শেষ করতে হবে।
এই প্রচন্ড তাপদাহে এতোটুকু বিচলিত হননি, আপার প্রাইমারি 2016 চাকুরী প্রার্থীরা। কয়েকশো চাকুরী প্রার্থী একত্রিত হয়ে আজ এই মিছিল করেন ও পায়ে পা মেলান, অবিলম্বে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাই ,ন্যায় বিচার চাই এবং যোগ্য প্রার্থীদের চাকরি চাই।আর আমরা রাজপথে নয়, স্কুলে যেতে চাই। দশটি বছর আমাদের জীবন নষ্ট হয়ে গিয়েছে, আর অপেক্ষা নয়, চাকরি চাই।

