আজ ২রা এপ্রিল মঙ্গলবার, কয়েকদিন প্রচন্ড গরম, এবং চলছে চৈত্র মাস ,ভক্তরা বাবার মাথায় জল ঢালাতে উপস্থিত মন্দিরে। এই প্রচন্ড গরমে দূর দূরান্ত থেকে ভক্তরা জল ঢালতে ভিড় জমাচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরে, কেউবা বাঁকে করে জল আনছে, বাবার মাথায় ঢালার জন্য, আবার কেউবা গাড়িতে করে আসছে জল নিয়ে বাবার মাথায় ঢালতে ।
প্রচন্ড গরমে কারো কোন কষ্ট বলতে নাই, দেখে মনে হয় বাবা ভক্তদের সর্বশক্তি দিয়েছে। একে একে গাড়িতে করে এসে গঙ্গায় স্নান করে বাবার মাথায় জল ঢালতে লাইন দিচ্ছেন মন্দিরে।
ভক্তদের আরও সতর্ক করছেন কেউ যেন মোবাইল নিয়ে মন্দির ভেতর প্রবেশ না করে বা ছবি না তুলে ,সকলে নির্দিষ্ট কাউন্টারে যেন সব জমা রাখেন। মন্দিরের তরফ থেকে বারবার বার্তা দিচ্ছেন,
সবাই সুস্থভাবে পুজো দিতে পারে এবং বাবার মাথায় জল দিতে পারে তার জন্য। শুধু তাই নয়, মাইকিং করে ঘোষণা করছেন কেউ যেন গঙ্গায় বেশি দূরে না নামে নির্দিষ্ট সীমার মধ্যে সান করে জল নিয়ে আসেন,
কোন রকম ভাবেই জেনো কেউ ঝুঁকি না নেয়। এই প্রচন্ড রৌদ্রের তাপে ছোট থেকে বড় সবাই খালি পায়ে নিজেদের পুণ্য লাভের জন্য এবং চরিত্র গাজন উপলক্ষে বাবার মাথায় জল ঢালছেন। বাবাকে সন্তুষ্ট করার জন্য।
মন্দিরের চতুর্দিকে যেমন ভক্তদের ভীড় ,তেমনি মন্দিরের তরফ থেকে ও প্রশাসনের তরফ থেকে সতর্ক দৃষ্টি নজর রাখছেন। তাহারা জল ঢালতে আসছেন তাদের মধ্য থেকে একজন জানালেন,
ছাড়া চৈত্র মাস ধরেই সবাই বাবার মন্দিরে আছেন বাবার মাথায় জল ঢালতে, পূর্ণ লাভের আশায়। রৌদ্র জল ঝড় বৃষ্টি যাই হোক না কেন, সবাই বাবাকেই স্মরণ করেন। আর সবার মুখে একটাই নাম ভোলে বাবা পার করেগা।