বেলা একটায়,এই এক্সিবিশনের শুভ সূচনা করলেন মাননীয় শ্রম মন্ত্রী মলয় ঘটক মহাশয়, এই এক্সিবিশন চলবে ১৭ নভেম্বর ও ১৮ নভেম্বর সকাল ১০ঃ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭:৩০ মিনিট পর্যন্ত, এই মেলায় অংশগ্রহণ করেছেন দেশ-বিদেশের প্রায় ১২০ টি টয়েজ ইন্ডাস্ট্রিজ। ছোটদের ভিন্ন রকমের রকমারি দল থেকে শুরু করে কার এমন কি স্টিকার পর্যন্ত এই মেলায় স্থান পায়।, সমগ্র মেলাটি পরিদর্শন করলেন মাননীয় মন্ত্রী মলয় ঘটক মহাশয়,
উদ্যোক্তারা জানান দুটি বছর করানোর পর আমরাই দ্বিতীয় বার এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই ধরনের মেলা করতে পেরেছি আমরা আনন্দিত গর্বিত সকলকে একসাথে করার জন্য এবং আমাদের সহযোগিতা করার জন্য, দিল্লি, বোম্বে, হায়দ্রাবাদ এবং কলকাতার সমস্ত ইন্ডাস্ট্রিজ দিয়েছেন, তবে দর্শক ও কেতাদির জন্য মেলাতে কোনরকম ডিসকাউন্টের সুবিধা রাখেননি। বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা মেলায় ভিড় জমাচ্ছেন এবং জিনিসপত্রের দাম যাচাই করছেন কেনার জন্য,
এই এক্সিবিশনে নিত্য নতুন কিছু জিনিস চোখে পড়লো যা কলকাতার দোকানে দেখা যায় না। তবে উদ্যোক্তারা আশা করছেন যে এই দুদিনে মেলায় ভালো ভিড় জমাবে এবং ক্রেতারা আসবে, দোকান গুলির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি স্টল, মোর ইন্ডাস্ট্রিজ ,জয় আদিনাথ টয়েজ ইন্ডাস্ট্রিস, রাজেশ বুক সেন্টার, ওনডার টয়েজ,। ঝিলিমিল প্লাস্টিক, ইন্ডিয়ান রাবার ম্যানুফ্যাকচারিং রিসার্চ অ্যাসোসিয়েশন, আনসারী ইন্টারন্যাশনাল, সিদ্ধার্ত এন্টারপ্রাইজ, সান ইন্টার্নেশনাল, পিক এন্ড নাইক,অল চয়েজ, কমফোর্ট বেবি প্রোডাক্টস, জয় মা তারা এজেন্সি সহ অন্যান্য ইন্ডাস্ট্রিজ......।।