হালুয়াঘাট প্রতিনিধি।। হালুয়াঘাটে ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা পণ্যসহ তিনি চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে গোবরাকুড়া ও গাজীরভিটা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ২১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৮৬০টি ভারতীয় এলসিডি মোবাইল ফোন ডিসপ্লে এবং ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ১৫০ কেজি জিরা জব্দ করা হয়। শুক্রবার দুপুরে মামলা দিয়ে ময়মনসিংহ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন– পৌরশহরের উত্তর আকনপাড়া আওলাদের মোড় এলাকার হানিফ আলী, গাজীরভিটা ইউনিয়নের সূর্যপুর এলাকার ইসমাইল হোসেন ও গাজীরভিটা এলাকার মনির হোসেন। হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের নগর সংবাদ কে বলেন, পৃথক অভিযানে ৮৬০টি মোবাইল ফোন ডিসপ্লে ও ১৫০ কেজি জিরা জব্দসহ তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।