আজ ২৪ শে এপ্রিল বুধবার, ঠিক বিকেল পাঁচটায়, ধর্মতলার লেনিন মূর্তি থেকে বামফ্রন্ট ও জাতীয় কংগ্রেসের যৌথ উদ্যোগে, একটি বিশাল প্রতিবাদ মিছিল শুরু হয় এবং মিছিলটি কলেজ স্কোয়ার পর্যন্ত যায়, বামপন্থীর বিভিন্ন সংগঠনের সদস্যরা ও কংগ্রেসের সদস্যরা এই মিছিলে পায়ে পা মেলান। তাদের একটাই স্লোগান মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই।
হাইকোর্টের রায় বেরোনোর পরেই ,সমস্ত দল মিছিলে মধ্য দিয়ে প্রতিবাদ জানায়। মিছিলে প্রায় ছয় থেকে সাতশো বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন, মিছিলে উপস্থিত ছিলেন সি পি আই এম, আর এস পি, সি পি আই ও জাতীয় কংগ্রেস। তাহাদের দাবী .. নিয়োগ দুর্নীতিতে যুক্ত অপরাধীকে চিহ্নিত করে যথাযথ শাস্তি দিতে হবে।
সঠিক ও স্বচ্ছ পদ্ধতিতে তালিকা প্রকাশ করে ,এসএসসি কে যোগ্য চাকরী প্রার্থীদের পুনর্বহাল করতে হবে। ও এম আর শিট, লোপাটে যুক্ত আধিকারীক ও রাজনীতিকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। শিক্ষক ও শিক্ষা কর্মী নিয়োগে অভূতপূর্ব দুর্নীতির মাথা রাজ্যের মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।
সাংবাদিকদের সামনে বামফ্রন্ট ও জাতীয় কংগ্রেসের নেতৃবৃন্দরা জানান, সকল কাণ্ডের নায়ক মাননীয় মুখ্যমন্ত্রী ,রাজ্যের মুখ্যমন্ত্রী অবিলম্বে তার পদত্যাগ করা উচিত, সাধারণ ছেলে মেয়েরা চাকরি না পেয়ে, তাদের চাকরি লক্ষ্য লক্ষ্য টাকায় বিক্রি হচ্ছে। আর ছেলেমেয়েরা রাস্তায় পড়ে দিন কাটাচ্ছেন,
সারা বছর ধরে শুধু ভুরি ভুরি মিথ্যে কথা বলে চলেছেন, তাই আমরা চাই সমস্তকে চাকরী দিতে হবে, এবং যারা দুর্নীতি করছে তাদের শাস্তি যতদিন না হবে আমরা এই আন্দোলন চালিয়ে যাব।, প্রতিটা ছেলে মেয়েদের দশটি বছর করে নষ্ট করে দিয়েছে, মিথ্যা আশ্বাস ও মিথ্যা প্রলোভন দিয়ে, এই মুহূর্তে পদত্যাগ করা উচিত পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর।