,ছাত্রীকে উদ্ধার করে প্রথমে বাড়ির সামনে একটি হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠানো হয়, মেদিনীপুর মেডিকেলে আনা হলে , চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে ওই ছাত্রীকে। পরিবার সূত্রে জানা যায় ওই ছাত্রীর কোনরকম রোগ ছিল না, তবে প্রাথমিকভাবে জানা যাচ্ছে হৃদরোগে আক্রান্ত মৃত্যু হয়েছে, ষষ্ঠ শ্রেণীর ওই ছাত্রীর , ছোট বয়সে কিভাবে হৃদরোগ আক্রান্ত হতে পারে, সেই নিয়ে সংশয় তৈরি হয়েছে। এই খবর পৌঁছানোর সাথে সাথে গ্রামে শোকের ছায়া নেমে আসে, পরিবারদের মধ্যে। এবং ক্লাসের ছাত্র-ছাত্রীদের মনে শোকের ছায়া নেমে আসে, অনেক ছাত্রছাত্রী মনে ভয়ের সঞ্চারও ঘটে।