ভারত সভার দেড়শো বছর পূর্তি অনুষ্ঠিত হয়, একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে।
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””
আজ ২৮শে জুলাই সোমবার , ২৬ শে জুলাই ভারত সভার দেড়শো বছর পূর্তি, এই ১৫০ বছর পূর্তিকে কেন্দ্র করে, ভারত সভার পক্ষ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা , আলোচনা সভা, ডকুমেন্টারী ফিল্ম এবং সন্মাননা প্রদান প্রদান অনুষ্ঠিত হয়, ২৬ শে জুলাই ঠিক সকাল দশটায়, কফি হাউসের সামনে থেকে একটি সুন্দর বর্ণাঢ্য শোভা যাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
ভারত সেবার সমস্ত সদস্যরা এই বর্ণাঢ্য শোভাযাত্রায় পায়ে পা মেলান, এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রাক্তন সাংসদ রাজ্যসভার শ্রী প্রদীপ ভট্টাচার্য, আই এ এস এর প্রাক্তন সাংসদ ও সুলেখক জহর সরকার, অধ্যাপিকা, শিক্ষাবিদ, সুলেখিকা মীরাতুন নাহা,
হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শ্রী রঞ্জিত কুমার বাগ, এছাড়াও উপস্থিত ছিলেন ভারত সভার সভাপতি অধ্যাপক শ্রী অনিল কুমার রায়, বিল্ডিং কমিউনিটি চেয়ারম্যান কল্যাণ সেনগুপ্ত, আহ্বায়ক বিল্ডিং কমিটির অরুণ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক ভারত সভার মানিকচন্দ্র দুলুইসহ অন্যান্যরা ও সকল সদস্যরা।
উপস্থিত সকল অতিথিদের উত্তরীয় ব্যাচ পরিয়ে এবং শাহরুখ দিয়ে সম্মানিত করেন, মূল উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এবং সম্মান প্রদনের তাই শুরু হয়
তিনটে আঘাত, সন্ধ্যা ছটায় মাতঙ্গিনী হাজরার উপর একটি ডকুমেন্টারী ফিল্ম প্রদর্শিত হয়, যিনি পরিচালনা করেছেন শিলা দত্ত,
ভারত সরকার অনুমোদিত। সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠান শুরু হয় স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে, আলোচনা সভা শঃংসাপত্র দান প্রভৃতি। সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে মানিক দোলই জানান
, হর্ষবর্ধশো বছর পূর্তিকে সামনে রেখে, দেশের বর্তমান সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে, ভারত সভার দায়িত্ব ও কর্তব্য বিশ্লেষণ করা ও তুলে ধরা, কিভাবে ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল,
আজ ১৫০ বছর পূর্তিতে, ডিসির রাজনৈতিক থেকে শুরু করে বিভিন্ন দিকের অবস্থার অবনতির কিভাবে ঘটে চলেছে, তাই জনগণকে সজাগ হওয়ার দরকার, আস্তে আস্তে দেশ যে পরিস্থিতির মধ্যে পড়ছে,
সাধারণ মানুষের অবস্থা আরো খারাপের দিকে যেতে চলেছে, এছাড়াও শুধু সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক নিয়ে ভারত সভা থাকলেও,
সারা বছর বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ রাখেন, যাহাতে আগামী দিনে যুব সমাজ সচেতন হন এবং সচেতনতার মধ্য দিয়ে এগিয়ে চলতে পারেদেড়শ
বছরকে স্মরণীয় ঐতিহাসিক করে রাখার জন্য আজকের অনুষ্ঠা নে বিভিন্ন সম্মানীয় ব্যক্তির তোরা উপস্থিত থাকায় আমরা চির কৃতজ্ঞ
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””