শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজের 128 তম জন্মজয়ন্তী পালিত হল..। ভারত সেবাশ্রম সংঘের প্রাণপুরুষ ও প্রতিষ্ঠাতা আচার্য শ্রীমৎ প্রণবানন্দজী মহারাজের ১২৮ তম জন্মদিবস পালিত হলো একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে, এই বর্ণাঢ্য শোভাযাত্রার
শুরুর পূর্বে পতাকা উত্তোলিত হয় ,এই পতাকা উত্তোলন করেন মাননীয় মন্ত্রী জাবেদ খান, এছাড়াও উপস্থিত ছিলেন বৈশ্যা নর চ্যাটার্জী বরো চেয়ারম্যান, উপস্থিত ছিলেন শ্রীমতি সুদর্শন মুখার্জি কাউন্সিলার এ ছাড়া অন্যান্য অতিথিবৃন্দ, ১৬ই ফেব্রুয়ারী দুপুর একটাই এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে এবং বিভিন্ন শাখা অফিস থেকে কয়েক হাজার ভক্ত মিলিত হয় এই শোভাযাত্রায়। শোভাযাত্রার প্রথমে মহারাজেরা ঘোড়ায় চেপে এগিয়ে চলেন এবং পিছনে পিছনে বাদ্যযন্ত্র সহকারে বিভিন্ন ভক্তরা নাম গানের মাধ্যম দিয়ে পায়ে পা মেলান বালিগঞ্জ ভারত সেবা সংঘ থেকে শুরু করে দেশপ্রিয় পার্ক ,রাজবিহারী এভিনিউ ,হাজরা রোড ,এসপি মুখার্জি রোড, সমস্ত রাস্তা পরিদর্শন করে পুনরায় ভারত সেবাশ্রম আশ্রমে শেষ করেন এই শোভাযাত্রা, প্রায় ১০ থেকে ১৫ হাজার ভক্ত আজ শোভাযাত্রায় পা মিলালেন। প্রশাসনের তরফ থেকেও যথেষ্ট ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, যাতে কোনরকম কারো অসুবিধা না হয় এবং কোথাও কোনো রকম যেন দুর্ঘটনা না ঘটে, বিপদ না ঘটে, তার দিকে সতর্ক দৃষ্টি রেখে ছিলেন ,সাথে সাথে ভলেন্টিয়ার ও ভক্তবৃন্দদের পাশে পাশে হেঁটে ছেন, সমস্ত ভক্তদের নিয়ে ছিল আতিথ্বেও ও ভোগের আয়োজন, শুধু ১২৮ তম জন্মদিন কে কেন্দ্র করেই এই শোভাযাত্রা শুরু করেননি তারা জানান ১৭...১৮ই ফেব্রুয়ারী শিবরাত্রি, আমরা আজ বর্ণাঢ্য শুভযাত্রার মধ্য দিয়েই এরও বার্তা পৌঁছে দিলাম, তাহারা জানান ভারত সেবাশ্রম সংঘ একটি নিবন্ধিত সামাজিক ও সংস্কৃতি ও পরোপকারী সংস্থা, যাহারা সব সময় মানুষের সেবায় নিয়োজিত এবং মানুষের পাশে রয়েছেন, যার শাখা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে, যেমন বারানসী, গয়া ,পুনে, এলাহাবাদ, বৃন্দাবন, কেদারনাথ, হরিদ্দার ,নয়া দিল্লি, হায়দ্রাবাদ, সুরাত, আমেদাবাদ, নবদ্বীপ, বদ্রিনাথ, গৌড়ীকুণ্ড ,গুয়াহাটি, রামেশ্বরম ,কন্যাকুমারী ,লন্ডন, নিউইয়র্ক, কানাড়া, দারকা বাজিতপুর প্রভৃতি দেশের অলি গলিতে তিনি তার কর্ম ছড়িয়ে দিয়েছেন,
,। তিনি বলেন কর্মই জীবন, কর্ম না করলে কখনোই ফল্ পাওয়া যায় না। এবং কোনদিন কাউকে আঘাত করে কিছু করা যায় না। মনকে স্থির রাখতে হয়। কাউকে আঘাত করা উচিত নয়,,,,,,,।