প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ৫:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ২:২৩ পূর্বাহ্ণ
ভালোবাসা ঝড়া পাতা ..এম এস ইসলাম আরজু।
ভালোবাসা ঝড়া পাতা ..এম এস ইসলাম আরজু
শিশিরে ভেজা দুবলা ঘাসের মতো তুমি স্পর্শ করলে আমার হৃদয় শিশির ভেজা স্পর্শে জুড়িয়ে দিলে মন কুয়াশার চাদরের ন্যায় ঢেকে দিলে হৃদয়। পৃথিবীর সব কিছু ভুলে একই বন্ধনে জড়িয়ে নিলাম দুজন দু'জনকে ক্লান্তিহীন পথিকের মতো সঙ্গীহয়ে সুখের ঠিকানার খোঁজে হেঁটে চলমান অনেক জানা অজানা পথ । সুখের রাজ্যে ছিলো দু'জনার বসবাস তুমি স্বর্ণলতার মতো জড়িয়ে ধরলে আমাকে আমার জীবনের সব সুখ খুজে পেলাম তোমার সে ভালোবাসার আলিঙ্গনে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস ঋতু চক্রের মতো তোমার মনের পরিবর্তন শুরু হতে থাকলো ঝড়ে পড়তে লাগলো সে ভালোবাসা। তোমার হৃদয়ে প্রবাহীত হলো ফাল্গুনী হাওয়া তুমি আমার চোখে বর্ষার জলধারা দিয়ে সবুজ পাতার মতো অন্য হৃদয় রাঙালে আর শুকনো ঝড়া পাতার মতো বাতাসে উড়িড়ে দিলে আমার ভালোবাসা। আমি সে আঘাতে ক্ষত বিক্ষত হয়ে শরৎ মেঘের ভেলা হয়ে উড়ে চলি আজ কখন আবার আসবে ফিরে বসন্ত সে প্রতিক্ষীয় নির্বাক তাকিয়ে থাকি।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.