নগর সংবাদ।।অন্যের রেজিস্ট্রেশনে পরিচালনার দায়ে ঝিনাইদহ সদর উপজেলার রাহেলা জেনারেল হাসপাতাল সিলগালা করা হয়েছে। ভুয়া এমবিবিএস ও বিএমডিসি সনদ নিয়ে রোগী দেখায় সোহরাব হোসেন (৪৬) নামে ওই হাসপাতালের এক চিকিৎসকের দুই বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৫ জুলাই) বিকেল ৩টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমি।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিথিলা ইসলাম বলেন, সদর উপজেলার সাধুহাটি বাজারে রাহেলা জেনারেল হাসপাতাল অন্যের সনদ দিয়ে পরিচালনা হচ্ছিল। ভুয়া এমবিবিএস ও বিএমডিসি সনদ দিয়ে হাসপাতালে গ্রামাঞ্চল থেকে আসা রোগীদের সঙ্গে চিকিৎসার নামে প্রতারণা করে আসছিলেন সোহরাব।
তিনি আরও বলেন, এমন অভিযোগ পাওয়া অভিযান চালিয়ে সোহরাবকে আটকের পর দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে হাসপাতালটি সিলগালা করা হয়।