নগর সংবাদ ।।নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে কিশোর গ্যাং চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (২০ মে) বিকেলে র্যাব-১১'র উপ-পরিচালক এ কে এম মুনিরুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
গ্রেফতাররা হলেন- মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকার মৃত বাচ্চু ভুঁইয়ার ছেলে অভি (২০), একই জেলার টংগীবাড়ীর বেজগাও এলাকার লাল মিয়া শেখের ছেলে তুহিন (২২) এবং নারায়ণগঞ্জ সদরের নন্দীপাড়া এলাকার মৃত শরিফুলের ছেলে রাজু (২২)।
বিজ্ঞপ্তিতে এ কে এম মুনিরুল আলম জানান, নারায়ণগঞ্জ জেলার নন্দীপাড়া এলাকায় ১৫/১৬ জন দুষ্কৃতিকারী কিশোর গ্যাং চক্রের সদস্যরা দোকানপাট ভাঙচুরসহ চাঁদা দাবী ও ছিনতাই করতে থাকে। এ সময় ভিকটিম মিরাজুল ইসলাম দিপু তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে বাধা দিলে কিশোর গ্যাং এর সদস্যরা তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো কিরিচ, চাপাতি, লোহার রড ও চাকু দিয়ে আঘাত করে। এতে ভিকটিমের ডান ও বাম হাত এবং শরীরের বিভিন্ন অংশে গুরতর জখম হয় এবং তার কাছ থেকে দুষ্কৃতিকারীরা টাকা ছিনিয়ে নেয়। সেখানে উপস্থিত ভিকটিমের বড় ভাই খোকনকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে গুরতর জখম হন তিনি। ভিকটিমদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে দুষ্কৃতিকারী কিশোর গ্যাং এর সদস্যরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিম দিপু বাদী হয়ে ১৪ মে ফতুল্লা থানায় আট জন এজাহার নামীয় ও অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। গ্রেফতার তিন জনকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।