প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ১:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৯, ২০২৪, ১০:১২ অপরাহ্ণ
ভোলায় লাগেজ থেকে অজ্ঞাতপরিচয় নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
ভোলায় লাগেজ থেকে অজ্ঞাতপরিচয় নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
ভোলায় লাগেজ থেকে অজ্ঞাতপরিচয় নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২৮ বছর।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের হাজিরহাট এলাকার তেঁতুলিয়া নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে হাজিরহাট এলাকার তেঁতুলিয়া নদীতে লাগেজে এক নারীর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
মরদেহটি অর্ধগলিত। ধারণা করা হচ্ছে, কেউ ওই নারীকে হত্যা করে লাগেজে ভরে নদীতে ফেলে দিয়েছেন।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.