মডেল একাডেমী নারায়ণগঞ্জের ১৭ বছর পূর্তি উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ, ১৫ নভেম্বর শনিবার—দক্ষিণ মাজদাইর ঘোষেরবাগে, মডেল একাডেমী নারায়ণগঞ্জ স্কুলের ১৭ বছর পূর্তি উপলক্ষে আজ এক ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এই আয়োজন পরিচালনা করেছে মডেল একাডেমী নারায়ণগঞ্জ কর্তৃপক্ষ। অনুষ্ঠানে স্থানীয় শিশু, যুবক ও বয়স্কসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন এবং বিনামূল্যে ডেঙ্গু ও চিকনগুনিয়া ও ঠান্ডা কাশি ঔষধ বিতরণ করেন।
সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডাঃ নুর ইসলাম, যিনি অনুষ্ঠানের সার্বিক কার্যক্রম তদারকি করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ সদর পশ্চিম সাংগঠনিক থানা আমির এ্যাডভোকেট: আক্তার হোসেন, যিনি বক্তব্যে বলেন, “মানবতার সেবায় মডেল একাডেমীর এই উদ্যোগ আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হবে। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ পশ্চিম সাংগঠনিক থানা সেক্রেটারি ও শুরা কর্মপরিষদ সদস্য মোঃ ফয়সাল আহমাদ এবং মোঃ আতাউর রহমান, যারা বক্তব্যে বলেন এ ধরনের স্বাস্থ্যসেবা কর্মসূচি মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে এবং এলাকাবাসীর উপকারে আসবে।
বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় প্রধান অতিথি এ্যাডভোকেট আক্তার হোসেনের মাধ্যমে, যা উপস্থিত জনগণের মধ্যে প্রশংসা কুড়ায়।
এছাড়া উপস্থিত ছিলেন ডাঃ মোঃ কানিজ শেখ, কাশিপুর ও আশপাশের বিভিন্ন ওয়ার্ডের জামায়াত নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও স্টুডেন্টদের গার্জিয়ান মণ্ডলীও উপস্থিত ছিলেন, যা অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ করেছে।
উপস্থিতরা বলেন, মডেল একাডেমীর এই উদ্যোগ এলাকার মানুষের জন্য মানবিক সহায়তার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে স্মরণীয় হয়ে থাকবে