১৪ই/ ১ অশোকনগর ডানলপ ব্রীজের কাছ থেকে সিঁথির মোড় পর্যন্ত এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে, মনীষী স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্মদিবস পালন করলেন
বরানগরের বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি, দমদমের সাংসদ ও প্রধান অতিথি সৌগত রায়, এছাড়াও উপস্থিত ছিলেন, ১৭ নম্বর ওয়ার্ডের পৌর পিতা অঞ্জন পাল, কুড়ি নম্বর ওয়ার্ডের পৌরপিতা দিলীপ নারায়ণ বসু, ৯ নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী রামকৃষ্ণ পাল সহ উপস্থিত ছিলেন অমর পাল, বাসক চন্দ্র ঘোষ,

ও অন্যান্য অতিথিরা এবং শোভাযাত্রার অংশগ্রহণকারী বিবেকানন্দ প্রেমীরা। শোভাযাত্রার মধ্যে দিয়ে, স্বামী বিবেকানন্দের বাণীকে প্রচার করলেন,




একটা কথাই সবার কন্ঠে মিলিত হয়, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে
ঈশ্বর, ঈশ্বরের কাছে প্রার্থনা করলেই তবেই মনের শান্তি পাওয়া যায়।