প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৫, ৩:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৩, ২০২৫, ১:৪৭ পূর্বাহ্ণ
মনীষী স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্ম দিবস উদযাপিত করেন-বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রায়।
বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানের উদ্যোগে, মনীষী স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্ম দিবস পালন করলেন।
""সম্পা দাস,সম্পাদক, নগর টিভি, দৈনিক নগর সংবাদ, নগর সংবাদ ২৪ ডটকম """ কলকাতা বু্রো
১২ই জানুয়ারী, ঠিক দুপুর দুটোই, বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানের উদ্যোগে
১৪ই/ ১ অশোকনগর ডানলপ ব্রীজের কাছ থেকে সিঁথির মোড় পর্যন্ত এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে, মনীষী স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্মদিবস পালন করলেন
জাতীয় দিবস উপলক্ষে, এটি বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানের ২৬ তম বর্ষ। এই বর্ণাঢ্য শোভাযাত্রায়, উপস্থিত ছিলেন
বরানগরের বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি, দমদমের সাংসদ ও প্রধান অতিথি সৌগত রায়, এছাড়াও উপস্থিত ছিলেন, ১৭ নম্বর ওয়ার্ডের পৌর পিতা অঞ্জন পাল, কুড়ি নম্বর ওয়ার্ডের পৌরপিতা দিলীপ নারায়ণ বসু, ৯ নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী রামকৃষ্ণ পাল সহ উপস্থিত ছিলেন অমর পাল, বাসক চন্দ্র ঘোষ,
প্রতিষ্ঠানের সভাপতি সুব্রত সাহা, সংগঠনের সম্পাদক সুশীল দাস, সাধারণ সম্পাদক জয়দেব পোদ্দার, সংস্কৃতি সেক্রেটারী সম্পদ রায় চৌধুরী, সহ-সম্পাদক কমল পন্ডিত, সমাজসেবী পুলক ঘোষ ও শঙ্কর রাউত
ও অন্যান্য অতিথিরা এবং শোভাযাত্রার অংশগ্রহণকারী বিবেকানন্দ প্রেমীরা। শোভাযাত্রার মধ্যে দিয়ে, স্বামী বিবেকানন্দের বাণীকে প্রচার করলেন,
এবং মানুষের মনে বিবেকানন্দের যে সকল কাজকর্ম, তাহাও পোস্টার এর মধ্য দিয়ে মানুষের সামনে তুলে ধরলেন, শোভাযাত্রায় পা মেলান অসংখ্য এলাকাবাসী, স্কুলের ছোট ছোট ছেলেমেয়েরা,
এবং সংস্কৃতি জগতের শিল্পীরা, সকলে মিলে এক কন্ঠে বীরবানি ও সংগীতের মধ্য দিয়ে শোভাযাত্রা সিথিরমোর পর্যন্ত পৌঁছান।
যে সকল অতিথিরা উপস্থিত ছিলেন তাহাদের কেউ বরণ করে নেন উত্তরীয় পরিয়ে ও পুষ্পস্তবক দিয়ে, স্বামী বিবেকানন্দের স্মৃতিতে মাল্যদান করেন।
একটা কথাই সবার কন্ঠে মিলিত হয়, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে
ঈশ্বর, ঈশ্বরের কাছে প্রার্থনা করলেই তবেই মনের শান্তি পাওয়া যায়।
""সম্পা দাস,সম্পাদক, নগর টিভি, দৈনিক নগর সংবাদ, নগর সংবাদ ২৪ ডটকম """ কলকাতা বু্রো
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.