প্রিন্ট এর তারিখঃ মার্চ ৩১, ২০২৫, ৮:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ২:১৫ পূর্বাহ্ণ
মনে পড়ে // কবি-সৈয়দা ফেরদৌস সুলতানা।
মনে পড়ে // সৈয়দা ফেরদৌস সুলতানা।

নিয়ন বাতি জ্বালিয়ে কে গো তুমি দাঁড়িয়ে আছো পথের বাঁকে। ঘনসন্নিবদ্ধ আঁধারে নিশ্বব্দ একাকী। বারেক পিছুটান মন খুব উচাটন খুঁজে মন উতলা হয়েছো কী কখনো প্রিয়াকে মনে পড়ে! একরত্তি স্বপ্ন বুকে জড়িয়ে ধরে নীরব শহরে একাকী চলার পথে মনে পড়ে যায়, তবে এসো এ-ই জীর্ণশীর্ণ কুটিরে। বসতে দেবো চাটাই-এর বিছানায় ঘুমাতে পারবে তুমি স্বস্তির সত্বায়।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.