প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ৭:২২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৫, ২০২২, ১:৩৯ পূর্বাহ্ণ
মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় উদ্যোগে গঙ্গাসাগর মেলা 2022 অনুষ্ঠিত
নগর সংবাদ।।রিপোর্টার কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়,মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় উদ্যোগে গঙ্গাসাগর মেলা 2022 অনুষ্ঠিত হলো, এবং মাননীয় মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর মেলা ও বিবেকানন্দের 159 তম জন্মদিন পালন করলেন বাবুঘাটে , আজ মকর সংক্রান্তি দূরদূরান্ত থেকে তীর্থযাত্রীরা মকর সান করে গঙ্গায় বাড়ী ফিরবেন, আবার তীর্থযাত্রীরা একটি বছর অপেক্ষা করে থাকবেন এই সাগর মেলায় আসার জন্য ,কিন্তু যারা এদের পরিষেবা দিয়ে চলেছেন, করোনা কালে নিজেদের জীবন বিপন্ন করে এবং সমস্ত এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছেন যারা ,তাদেরকে ধন্যবাদ জানানো দরকার, যে তারা এই করোনা কালে সমস্ত কিছু বাধা-নিষেধ ফেলে দিনরাত্রি পরিষেবা দিয়ে চলেছেন ,আমাদের ক্যামেরায় এরকম কিছু চিত্র ধরা পরল, শুধু তাই নয় করোনা প্রকোপ থেকে যাতে মানুষ সুস্থ থাকে এবং জীবন বিপন্ন না হয়, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মেলা প্রাঙ্গণে বারবার মাইকিং করে প্রচার করার ব্যবস্থা করেছেন এবং জাতে মানুষ প্রত্যেকে স্যানিটাইজার নিয়ে ভেতরে ঢুকে তার ব্যবস্থাও গেটের মুখে করেছেন, যারা মাননীয় মুখ্যমন্ত্রীর এই গঙ্গাসাগর মেলা কে সুস্থ ও সুন্দর করে তোলার জন্য সহযোগিতার হাত বাড়িয়েছেন ,তারা হলেন পুলিশ প্রশাসনিক বিভাগ, সি ই এস সি, ফায়ার সার্ভিস ,স্বাস্থ্য দপ্তর , কে এম সি এবং অন্যান্য দপ্তর ও কর্মীবৃন্দ, তাদের অক্লান্ত পরিশ্রমে ও সহযোগিতায় সাগর মেলা সুন্দর হয়ে উঠেছে ,আজ সাগর স্নানের পর তীর্থযাত্রীদের বাড়ি ফেরার পালা , কেউ কেউ সাগর মেলা সেরে ফেরার পথে বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করছেন ও মন্দিরে গিয়ে পূজো দিয়ে বাড়ি ফিরছেন। ।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.