প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ৫:১২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২০, ২০২৪, ৮:৪৭ পূর্বাহ্ণ
ময়নার বাকচায় বিজেপি নেতা বিজয় কৃষ্ণ ভূঁইয়া মৃত্যুর ঘটনায়, পর্যবেক্ষণে এন আই এ টিম।
ময়নার বাকচায় বিজেপি নেতা বিজয় কৃষ্ণ ভূঁইয়া মৃত্যুর ঘটনায়, পর্যবেক্ষণে এন আই এ টিম।
“”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো””
আজ ১৯শে মে রবিবার, ময়নার বাকচায়, বিজেপি নেতা বিজয় কৃষ্ণ ভূঁইয়ার মৃত্যুর ঘটনায় এন আই এ টিম পর্যবেক্ষণে বাকচায় যান, এই মৃত্যুর ঘটনায় বিজয় কৃষ্ণ ভূঁইয়ার পরিবারের অভিযোগের তীর ছিল তৃণমূলের দিকে, বাকচায় এন আই এ টিম যাওয়ার পর , আজ গোপন ডেরায় জিজ্ঞাসাবাদ করলো বিজয় কৃষ্ণ ভূঁইয়ার পরিবারকে।
বিজয় কৃষ্ণ ভূঁইয়ার বড় ছেলে প্রসেনজিৎ ভূঁইয়া ও তার স্ত্রীর কে জিজ্ঞাসাবাদ করেন, জিজ্ঞাসাবাদ পর্ব শেষ হওয়ার পর, সংবাদমাধ্যমের মুখোমুখি হলে বিজয় কৃষ্ণ ভূঁইয়ার পরিবার জানায়, তারা আশাবাদী, সঠিক তদন্তে এগোচ্ছে এন আই এ, দোষীরা শাস্তি পাবে বলে জানায় বিজয় কৃষ্ণ ভুইয়ার ছেলে প্রসেনজিৎ।
তিনি জানান যা জিজ্ঞাসাবাদ করেছে পুঙ্খানুপুঙ্খভাবে তা আমরা বলেছি এন আই এ আধিকারিকদের, এক বছরেও রাজ্য পুলিশ কিছুই করতে পারেনি , তিনি আরো বলেন, আমার বাবার খুনের সাথে ময়না থানার পুলিশ এবং তমলুকের পুরবর্তন এসডিপিও জড়িত রয়েছে ,সমস্ত অপরাধী এবার ধরা পড়বে, এন আই এ জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে এমনওই মন্তব্য করলেন নিহত বিজয় কৃষ্ণ ভূঁইয়ার বড় ছেলে প্রসেনজিৎ ভূঁইয়া। সবার সামনে মুখ খুললেন।
”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.