ময়মনসিংহ প্রতিনিধি।। পুলিশের এসআই পরিচয়ে বিয়ে, পরে জানা গেলো আসামি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পরিচয়ে বিয়ে করে প্রতারণা করায় এনামুল হক মনির খান (৩৪) নামের একজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে আসামিকে ময়মনসিংহের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক দেওয়ান মনিজ্জামান কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে সোমবার ভোরে উপজেলার কবিরবুলসোমা গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ। এ ঘটনায় ওইদিন রাতে ঈশ্বরগঞ্জ থানার এসআই ওমর ফারুক বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় মামলা করেন। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান নগর সংবাদ কে এসব তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঈশ্বরগঞ্জের এক নারীর সঙ্গে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এনামুল হকের। এরপর প্রেমিকার বাড়িতে এসে পুলিশের এসআই পরিচয় দিয়ে শুক্রবার (২ ফেব্রুয়ারি) আদালতে গিয়ে বিয়ে করেন। এরপর থেকে শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন এনামুল। সেখানে নিজেকে পুলিশের এসআই পরিচয় ছাড়াও ভিজিটিং কার্ড বিতরণ ও পরিচয়পত্র প্রদর্শন করেন তিনি। এলাকাবাসীর সন্দেহ হলে তারা ঈশ্বরগঞ্জ থানায় খবর দেন। পরে এসআই ওমর ফারুক ঘটনাস্থলে এসে জিজ্ঞাসাবাদ করলে তিনি পুলিশ নন বলে জানা যায়। পরে তাকে আটক করে পুলিশ। আটক করার পর এসআই ওমর ফারুকের কাছে প্রথমে নিজেকে মনির খান বলে পরিচয় দেন এনামুল। পরে তার সম্পর্কে জানার জন্য পুলিশের সিডিএমএস (ক্রিমিনাল ডেটা ম্যানেজমেন্ট সার্ভিস) প্রযুক্তি ব্যবহার করা হয়। সেখানে তার নাম এনামুল হক মনির খান বলে পাওয়া যায়। বাড়ির ঠিকানা পাওয়া যায় একাধিক। একটি নেত্রকোনা সদরের নাগড়া মহল্লায়, অপরটি একই জেলার পূর্বধলা উপজেলার হিরণপুর গ্রামে। তবে তার নামে দেশের বিভিন্ন থানায় হত্যা, ছিনতাইয়ের অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানান এসআই ফারুক। ওসি মাজেদুর রহমান বলেন, এনামুল হকের নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে।