মঙ্গলবার (২১ মার্চ) বিকেল সাড়ে ৩টায় মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জানা যায়, মৃত সালমা বেগম উপজেলার কামারগাঁও এলাকার বাসিন্দা মঞ্জুরুল হকের স্ত্রী।
ওসি আবুল খায়ের জানান, পারিবারিক কলহের জেরে সালমা বেগম নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে থানায় খবর আসে। এ ঘটনায় পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
গৃহবধূর বাবা নজরুল ইসলাম জানান, কিছুদিন আগে মেয়ের জামাই মঞ্জুরুল হক অটোরিকশা কিনতে আমার কাছে কিছু টাকা চেয়েছিল। কিন্তু হাতে টাকা না থাকায় তাকে দিতে পারিনি। এ নিয়ে আমার মেয়ের সঙ্গে জামাইয়ের মনোমালিন্য চলছিল। এ ঘটনার জেরে আজ (২১ মার্চ) হঠাৎ শুনতে পাই, আমার মেয়ে ফাঁসিতে ঝুলে মারা গেছে।
এ বিষয়ে তারাকান্দা থানার ওসি বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।