 
								 
												
ময়মনসিংহ প্রতিনিধি।। ময়মনসিংহ জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলম এর সার্বিক দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল মামুন এর তত্ত্বাবধানে ডিবি ময়মনসিংহ কর্তৃক নিখোঁজ হওয়া ২ জন ভিকটিম উদ্ধার …. গত ৪ অক্টোবর ২০২৫ খ্রিঃ সকাল ১১.০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার ফুলপুর থানাধীন ছনধরা হাটপাগলা এলাকা হইতে সাদিয়া আক্তার তৃপ্তি ও মিথিলা খাতুন নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করিয়া না পাইয়া সাদিয়া আক্তার তৃপ্তি এর পিতা মুছলেম উদ্দিন এবং মিথিলা খাতুন এর মাতা আছমা বেগম নিখোঁজ হওয়ার সংক্রান্ত ফুলপুর থানায় সাধারণ ডাইরী করেন। অফিসার ইনচার্জ (ডিবি), ময়মনসিংহ-এর তদারকিতে এসআই (নিঃ) বিপুল কুমার সাহা, এএসআই(নিঃ) জাহাঙ্গীর কবীর সঙ্গীয় ফোর্সসহ তথ্য প্রযুক্তির মাধ্যমে ৯ অক্টোবর ২০২৫ খ্রিঃ তারিখ ১৮:২০ ঘটিকায় গাজীপুর জেলার বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকা হইতে নিখোঁজ হওয়া ভিকটিমদ্বয়কে উদ্ধার করে তাদের পরিবারের জিম্মায় প্রধান করা হয়েছে।
