প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৯:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১২, ২০২৩, ১:৫৮ পূর্বাহ্ণ
ময়মনসিংহে পুকুরের ডুবে শিশুর মৃত্যু
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় নানাবাড়ি বেড়াতে পুকুরের ডুবে আব্দুল্লাহ রাউজান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার তারাকান্দা উপজেলার হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল্লাহ ময়মনসিংহ নগরীর ৪ নম্বর ওয়ার্ডের জামতলা এলাকার মো. জামাল উদ্দিনের ছেলে। শিশুটির চাচা সাংবাদিক কামাল হোসেন বলেন, রাউজান তার মায়ের সঙ্গে শনিবার তারাকান্দা উপজেলার হরিপুর গ্রামে নানাবাড়ি বেড়াতে যায়। রোববার তাদের ময়মনসিংহ শহরে ফিরে আসার কথা ছিল। ঘটনার দিন দুপুরে নানাবাড়ির উঠোনে খেলাধুলা করছিল রাউজান। একপর্যায়ে সবার অগোচরে বাড়ির পার্শ্ববর্তী পুকুরের পড়ে যায়। কামাল আরও বলেন, অনেক খোঁজার পরও তার সন্ধান মিলছিল না। এ অবস্থায় বাড়ির পাশে পুকুরে খোঁজাখুঁজি শুরু করে তার পরিবারের সদস্যরা। একপর্যায়ে পুকুরের পানিতেই রাউজানকে ডুবে থাকায় অবস্থায় উদ্ধার করে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, অসাবধানতাবশত শিশু রাউজান পুকুরের পানিতে ডুবে মারা যায়। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.